Entertainment

3 hours ago

Bengali serial news:আর ফিরবেন না আর্য স্যার? সহ-অভিনেতা জিতুর কথায় চোখে জল অনুরাগীদের

Bengali serial news,
Bengali serial news,

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : জিতু কমলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া রায়। তাতে মূলত অভিযোগ ছিল মাত্রাতিরিক্ত ইয়ার্কি, যা দিতিপ্রিয়ার মতে তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপর একে একে তাঁদের চ্যাটের স্ক্রিনশর্টও সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন জিতু। সবটা মিলিয়ে সরগরম ছিল পরিস্থিতি। তার মাঝেই গুঞ্জন শোনা যায় এই সব কিছুর জেরে নাকি নায়ক 'চিরদিনই তুমি যে আমার' মেগা ছেড়ে দিতে পারেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন জিতু।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিতু এই প্রসঙ্গে বলেন, 'আমি পেশাদারিত্বের জায়গা থেকে আমার পরিচালক ও প্রযোজকের কাছে দায়বদ্ধ। আমি কখনওই এই ধরনের কোনও পদক্ষেপ করব না, কারণ এটা অপেশাদারিত্বের পরিচয়। যদি খুব বড় কিছু হয় বা যদি আমি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ি তা বাদ দিয়ে কখনও এমনটা করতে পারি না। আমি এখন NOC দিচ্ছি না। এবার বাকিটা চ্যানেল ও প্রযোজকের উপর নির্ভর করছে। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন আমি সেই অনুযায়ী কাজ করব। আমি কল টাইম পেতে আগ্রহী।

কিন্তু এই ঘটনার পর মানসিক ভাবে কি শ্যুটিংয়ে সায় দিতে পারবেন নায়ক? প্রশ্নে তিনি বলেন, ‘মানসিক ভাবে কেন অসুবিধা হবে। হওয়ার কথা নয়। পেশাদারিত্ব আর ব্যক্তিগত জীবন আলাদা। আমার দর্শকদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। আমি তো জেনে বুঝেই কাজটা নিয়েছি। আর কাজটা নিয়েছি যখন, তখন সেটা শেষও তো করতে হবে।’

তবে দর্শক অনেকেই জানিয়েছেন জিতু না থাকলে তাঁরা মেগা দেখবেন না। এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘কারুর জন্য কিছু থেমে থাকে না। তাই এটা নিয়ে কোনও মন্তব্য করার জায়গায় আমি নেই।’

কিন্তু এত দিন পর মেগায় ফেরার পর এমন ঘটনার সম্মুখীন হতে হল তাঁকে। এই প্রসঙ্গে নায়ক দিতিপ্রিয়ার নাম না নিয়েই বলেন, ‘ছেলেমানুষি করে ফেলেছে সেটা সকলেই বুঝতে পারছেন। আমিও স্ক্রিনশর্ট গুলো দিতে চাইনি। কিন্তু আমাকেও তো কোথাও আমার মান সম্মান রক্ষা করতে হত। মি টু শব্দটা শুধু লেখা হয়নি। বাকি সবই তো লেখা হয়েছে। সেখানে আমি একদিন সময় দিয়েছিলাম তাঁরা বুঝতে চাননি, যে এটা কত বড় অপবাদ।'

তারপর নায়িকার নাম নিয়েই বলেন, 'কিন্তু দিতি খুব ছোটো, ও এত ভালো কাজ করছে, ওঁর ভবিষৎ খুব উজ্জ্বল। ও প্ররোচনায় পা দিয়ে এমন করেছে।’ তবে এই নিয়ে নায়কের কোনও রাগ-অভিমান নেই অভিনেত্রীর প্রতি।



You might also like!