দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সারা দেশে ফের মাথাচাড়া দিয়েছে হিন্দি আগ্রাসনের বিতর্ক। তারই মাঝে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বাংলা ভাষাকে ঘিরে। সম্প্রতি দিল্লি পুলিশ এক প্রতিবেদনে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিহ্নিত করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাঙালি সমাজে। অভিযোগ উঠেছে, ভিন্রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা বাংলা ভাষায় কথা বললেই তাঁদের ‘বিদেশি’ বলে অপমান করা হচ্ছে। শুধু উত্তর ভারত নয়, দক্ষিণের একাধিক রাজ্য ও মহারাষ্ট্রেও ভাষা নিয়ে শুরু হয়েছে চাপানউতর।
এই বিতর্কের আবহে এবার ভাষা ইস্যুতে নাম জড়াল বলিউড অভিনেত্রী ও জন্মসূত্রে বাঙালি কাজলের। সম্প্রতি এক অনুষ্ঠানে হিন্দিতে প্রশ্ন শুনেই তিনি সাফ জানিয়ে দেন, হিন্দিতে কথা বলবেন না। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন করে চর্চা।
সম্প্রতি মা তনুজার সঙ্গে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন কাজল। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কেবল ইংরেজি ও মারাঠি ভাষায় কথা বলছিলেন। হিন্দিতে কথা বলার প্রসঙ্গ উঠতেই মেজাজ হারান অভিনেত্রী। এক সাংবাদিক কাজলকে তাঁর মন্তব্য হিন্দিতে অনুবাদ করে বলতে বলেন। তখনই মেজাজ হারিয়ে তিনি বলেন, “এখন আমাকে হিন্দিতে কথা বলতে হবে? যাঁদের বোঝার এমনিই তাঁরা বুঝে নেবেন।”
এই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। ভিডিয়োটি ভাইরাল সমাজমাধ্যমে। কয়েকজন নেটাগরিক এই ভিডিয়ো দেখে চটেছেন। কেউ বলছেন, “হিন্দি ভাষায় আপনি অভিনেত্রী হয়েছেন। না হলে আপনি কোথায় থাকতেন, কেউ জানে না। এখন মারাঠি ভাষা বলে নেতা হওয়ার চেষ্টা করছেন। অকৃতজ্ঞ!”
আর একজন লিখেছেন, “হিন্দি বলতে এতই লজ্জা যখন, বলিউডে আর কাজ করতে হবে না। নিজের দ্বিচারিতা বন্ধ করুন। হিন্দি ভাষার জন্য আজ তিনি কোথায়, সেটা ভুলে গিয়েছেন।” তবে কয়েকজন মারাঠি অনুরাগী কাজলের এই উদ্যোগকে কুর্নিশও জানিয়েছেন।