দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ আজ, ৭ অগাস্ট, হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে কি না, সে প্রশ্নের উত্তর মেলেনি এখনও পর্যন্ত। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল, সম্ভাব্য ফলপ্রকাশের দিন ৭ অগাস্ট। কিন্তু দিনটির শুরুতেই সেই ঘোষণাকে ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তার কালো ছায়া।
চলতি বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৭ এপ্রিল। সেই অনুযায়ী প্রায় তিন মাস কেটে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি। পরীক্ষার্থীদের অভিযোগ, বিগত কয়েক বছরের তুলনায় এবারে ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। উদাহরণস্বরূপ, ২০২২ সালে পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল, ফল প্রকাশ হয়েছিল ১৭ জুন। ২০২৩ সালে ৩০ এপ্রিল পরীক্ষা হয়ে ফল প্রকাশিত হয় ২৬ মে। এমনকি ২০২৪ সালেও ২৮ এপ্রিল পরীক্ষা হওয়ার পর ফল প্রকাশ হয়েছিল ৬ জুন। সেই তুলনায় এবারে ফলপ্রকাশে নজিরবিহীন দেরি।
বোর্ডের তরফে বলা হয়েছে, সংরক্ষণ নীতিকে ঘিরে চলা মামলার জেরে আটকে ছিল ফলপ্রকাশ। তবে ২৮ জুলাই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দেওয়ার পর প্রক্রিয়া ফের শুরু হয়। গত ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত পরীক্ষার্থীদের সোশ্যাল ক্যাটেগরি আপডেট করার নির্দেশ দেওয়া হয়। বোর্ড এসএমএস পাঠিয়ে ছাত্রছাত্রীদের ক্যাটেগরি সংশোধনের সুযোগ দেয়। তারপরই সাংবাদিক বৈঠকে বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “সব তথ্য সংগ্রহ করে ৭ অগাস্টের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তবে আজকের দিনেও বোর্ডের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে পরীক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। আদালতের দ্বারস্থ হয়েছেন একাধিক অভিভাবক। কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। হাইকোর্টের তরফে ৭ অগাস্টের মধ্যে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
পরীক্ষার্থীদের একাংশ জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার ফলে মানসিক চাপ বাড়ছে। অনেকেই কাউন্সেলিংয়ের পরিকল্পনা বা বাইরে কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারছেন না। বোর্ডের পক্ষ থেকে দ্রুত ও স্বচ্ছভাবে বিষয়টি সমাধান করার দাবি উঠেছে। সার্বিকভাবে, রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা খুব শীঘ্রই দূর না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষা মহলের একাংশ। শেষ আপডেট পাওয়া পর্যন্ত, জয়েন্ট বোর্ডের তরফে ফলপ্রকাশ সংক্রান্ত কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি।