বেঙ্গালুরু, ১০ আগস্ট : বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরভি রোড, রাগিগুড্ডা থেকে ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো যাত্রা করেন।
মেট্রো সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ও কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ। মেট্রো সফরের সময় স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বেঙ্গালুরুতে নগর সংযোগ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মোদী এদিন ১৫ হাজার ৬১০ কোটি টাকারও বেশি মূল্যের বেঙ্গালুরু মেট্রো ফেজ-৩ প্রকল্পের শিলান্যাসও করবেন। প্রকল্পের মোট রুটের দৈর্ঘ্য ৪৪ কিলোমিটারেরও বেশি হবে এবং ৩১টি উঁচু স্টেশন থাকবে।