Game

3 months ago

IPL Points Table 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে পঞ্জাব কিংস দ্বিতীয় স্থানে উঠে এসেছে

Punjab Kings
Punjab Kings

 

কলকাতা, ১৯ এপ্রিল  : শুক্রবার এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে পঞ্জাব কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। পিবিকেএস এখন সাতটি খেলায় ১০ পয়েন্ট পেয়েছে। দিল্লি ক্যাপিটালস ৬ টি খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আরসিবি এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে। তৃতীয় স্থানে থাকা গুজরাট টাইটানসের সঙ্গে তাদের ৮ পয়েন্ট সমান হলেও নেট রান রেট কম।

আইপিএল পয়েন্ট টেবিল:

দিল্লি ক্যাপিটালস: ম্যাচ ৬, জয় ৫, পয়েন্ট ১০, নেট রান রেট : ০.৭৪৪

পাঞ্জাব কিংস : ম্যাচ ৭, জয় ৫, পয়েন্ট ১০, নেট রান রেট : ০.৩০৮

গুজরাট টাইটানস: ম্যাচ ৬, জয় ৪, পয়েন্ট ৮, নেট রান রেট : ১.০৮১

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:ম্যাচ ৭, জয় ৪, পয়েন্ট ৮, নেট রান রেট : ০.৪৪৬

লখনউ সুপার জায়ান্টস: ম্যাচ ৭, জয় ৪, পয়েন্ট ৮, নেট রান রেট : ০.০৮৬

কলকাতা নাইট রাইডার্স : ম্যাচ ৭, জয় ৩, পয়েন্ট ৬, নেট রান রেট : ০.৫৪৭

মুম্বই ইন্ডিয়ানস : ম্যাচ ৭, জয় ৩, পয়েন্ট ৬, নেট রান রেট : ০.২৩৯

রাজস্থান রয়্যালস : ম্যাচ ৭, জয় ২, পয়েন্ট ৪, নেট রান রেট : -০.৭১৪

সানরাইজার্স হায়দরাবাদ : ম্যাচ ৭, জয় ২, পয়েন্ট ৪, নেট রান রেট : -১.২১৭

চেন্নাই সুপার কিংস : ম্যাচ ৭, জয় ২, পয়েন্ট ৪, নেট রান রেট : -১.২৭৬

You might also like!