Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Game

3 months ago

IPL 2025: রবিবার ওয়াংখেড়েতে আইপিএল ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের ‘ইএসএ’ দিবসে ১৯ হাজার শিশুর ক্রিকেট উৎসব

Mumbai Indians,IPL 2025
Mumbai Indians,IPL 2025

 

কলকাতা, ২৬ এপ্রিল : রবিবার ২৭ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আছে মুম্বই ইন্ডিয়ানস এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। আইপিএলের এই ম্যাচটি শুধু ক্রিকেটের লড়াই নয়,এই ম্যাচটি শিক্ষা ও ক্রীড়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি উৎসব। নীতা আম্বানির নেতৃত্বে ‘এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল (ইএসএ)’ উদ্যোগের বার্ষিক এই অনুষ্ঠান মুম্বই ইন্ডিয়ানসের আইপিএল ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিন মুম্বইয়ের বিভিন্ন এনজিও থেকে আসবে ১৯ হাজার শিশু। এর মধ্যে ২০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, স্টেডিয়ামে বসে এদিনের ম্যাচ দেখবে। তাদের উপস্থিতি ওয়াংখেড়েকে দারুণ পরিবেশে রূপান্তরিত করবে।

নীতা আম্বানি বলেছেন, এইসব শিশুদের জন্য এটি তাদের প্রথম লাইভ ক্রিকেট ম্যাচের অভিজ্ঞতা। খেলোয়াড়দের সঙ্গে মেলামেশা এবং ক্রিকেটের উৎসাহে মেতে উঠে এই দিনটাতে তারা যেমন অনুপ্রেরণা পাবে তেমনি আনন্দে মেতে উঠবে। তাই তিনি দুই দলের খোলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, তোমরা এই শিশুদের জন্য সেরা খেলাটা দেখাও। তারা বছরের পর বছর ধরে তোমাদের ম্যাচ দেখার জন্য অপেক্ষা করে। একটি আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন নীতা আম্বানি। সেখানে তিনি বলেছেন, আমি একদিন কিছুক্ষণ স্ট্যান্ডে শিশুদের সঙ্গে বসেছিলাম। একটি মেয়ে তার খাবার খাচ্ছিল না, ব্যাগে রেখে দিচ্ছিল। জিজ্ঞাসা করায় সে বলল, আমি আমার ভাইয়ের জন্য রাখছি, কারণ সে কখনো কেক খায়নি। আমরা এই শিশুদের পাশে থাকতে চাই। আমরা তাদের হাতে খাবার তুলে দেওয়ার পাশাপাশি খেলাধুলায় অনুপ্রাণিত করতে চাই। ভিন্ন পটভূমি থেকে এলেও তারা যেন অসাধারণ কিছু অর্জন করতে পারে।


You might also like!