ম্যানচেস্টার, ১৮ এপ্রিল : ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড-এ ৯ গোলের এক রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড অলিম্পিক লিওঁর বিরুদ্ধে জিতে ইউরোপা লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিল। নাটকীয়তায় ভরা ম্যাচটি তারা ৫-৪ গোলে জিতেছে, দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে সেমিতে গেল ম্যান ইউনাইটেড। দু'দলের প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। আক্রমণে দুই দলই প্রায় সমানে সমান ছিল। গোলের জন্য উভয় পক্ষ মোট ২১টি করে শট নেয়, সফরকারীরা লক্ষ্যে রাখতে পারে ৯টি, আর ইউনাইটেড ৮টি। বৃহস্পতিবার রাতের এই রোমাঞ্চকর ম্যাচটিতে মোট ৯ জন খেলোয়াড় গোলের দেখা পেয়েছেন। মিডফিল্ডার তোলিসো লাল কার্ড দেখে বহিষ্কার হওয়ায় অনেকটা সময় একজন কম নিয়ে খেলে লিও। ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।