Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Travel

2 months ago

Travel Tips: নবজাতক সঙ্গে ভ্রমণ? চটজলদি ব্যাগ গোছানোর চেকলিস্ট দেখে নিন!

Best Travel Tips for Traveling With an Infant
Best Travel Tips for Traveling With an Infant

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  যাঁদের ‘পায়ের তলায় সরষে’, তাঁরা এক জায়গায় বেশিদিন বসে থাকতে পারেন না। একটু অবসর পেলেই বেড়াতে যাওয়ার কথা ভাবেন। ভ্রমণ তাঁদের কাছে কেবল বিনোদন নয়, এক ধরনের মানসিক মুক্তি। কিন্তু পরিবারে নতুন সদস্যের আগমনের পর, সেই ছন্দে খানিকটা ছেদ পড়ে। দুই থেকে তিন হওয়ার পর অনেকেই  ভাবেন— এখন আর ঘুরতে যাওয়ার সময় নয়। তবে সব ভ্রমণপিপাসু এমন ভাবেন না। কেউ কেউ সাহস করে সদ্যোজাতকে নিয়েই বেরিয়ে পড়েন। তবে শিশুকে সঙ্গে নিয়ে ভ্রমণে বেরোলে গন্তব্য বেছে নেওয়ার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল— সঠিকভাবে ব্যাগ গোছানো। কারণ নবজাতকের প্রয়োজনীয়তা প্রাপ্তবয়স্কদের থেকে অনেকটাই আলাদা এবং বিশেষ  যত্ন দাবি করে। 

∆ নিচে রইল এমন কিছু অপরিহার্য জিনিসের তালিকা, যা নবজাতককে সঙ্গে নিয়ে ভ্রমণে বেরোনোর আগে ব্যাগে অবশ্যই রাখতে হবে: 

১. পর্যাপ্ত পরিমাণে ডায়পার ও ওয়েট ওয়াইপস: ঘন ঘন ডায়পার বদলানো নবজাতকের যত্নের অবিচ্ছেদ্য অংশ। তাই পর্যাপ্ত সংখ্যক ডায়পার ও ওয়েট ওয়াইপস সঙ্গে রাখা অত্যন্ত জরুরি।

২. অতিরিক্ত কাপড় ও সোয়াডল: শিশুর জামাকাপড় ময়লা হতে সময় লাগে না। তাই অন্তত ২-৩ সেট অতিরিক্ত জামা ও সোয়াডল বা কাপড়ের চাদর রাখতে ভুলবেন না।

৩. শিশুদের জন্য উপযুক্ত সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার: সূর্যের তাপ বা আবহাওয়ার রুক্ষতা থেকে শিশুদের ত্বক রক্ষা করতে হালকা ময়েশ্চারাইজার এবং শিশুদের জন্য উপযুক্ত সানস্ক্রিন সঙ্গে রাখুন।

৪. খাবার ও দুধ খাওয়ানোর সরঞ্জাম: যদি শিশুকে বোতলে দুধ খাওয়ানো হয়, তা হলে বোতল, ফর্মুলা দুধ, গরম জলের ফ্লাস্ক সঙ্গে রাখতে হবে। বুকের দুধ খাওয়ালে একটি ঢাকার জন্য শাল বা ফিডিং কাভার রাখুন।

৫. প্রিয় খেলনা বা কমফোর্ট আইটেম: পরিচিত পরিবেশের বাইরে শিশু যেন অস্থির না হয়ে পড়ে, তাই তার প্রিয় ছোট্ট খেলনা বা কমফোর্ট ব্ল্যাঙ্কেট সঙ্গে রাখতে পারেন।

৬. হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে: শিশুর পরিচ্ছন্নতা রক্ষা করতে হাত পরিষ্কার রাখা জরুরি। তাই হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে অত্যাবশ্যক।

৭. পোর্টেবল বেবি বেড বা ক্যারিয়ার: যদি দীর্ঘ সময় বাইরে থাকতে হয়, তা হলে ভাঁজ করা যায় এমন পোর্টেবল বেবি বেড অথবা শরীরে বাঁধার ক্যারিয়ার রাখতে পারেন। এতে শিশুর আরাম হবে এবং আপনিও কিছুটা হালকা হবেন।

নবজাতককে নিয়ে ঘোরাঘুরি কঠিন হলেও অসম্ভব নয়। প্রয়োজন শুধু একটু বেশি পরিকল্পনা, একটু বেশি সতর্কতা। ব্যাগটা ঠিকঠাক গুছিয়ে নিলে, আপনিও আপনার ছুটি উপভোগ করতে পারবেন, আর আপনার সন্তানও প্রথম ভ্রমণটায় স্বাচ্ছন্দ্য বোধ করবে। 


You might also like!