মুম্বই, ১৮ এপ্রিল : মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে আইপিএলে এক হাজার রানের ঠিকানায় পৌঁছলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হেড। এজন্য তার বল লেগেছে ৫৭৫টি। আইপিএলে সবচেয়ে কম বলে হাজার রানের রেকর্ডের তালিকায় হেড আছেন দুই নম্বরে। ৫৪৫ বলে হাজার ছুঁয়ে শীর্ষ স্থানে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৬০০–র কম বল খেলে হাজার ছুঁতে পেরেছেন আর কেবল একজন, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাইনরিখ ক্লসেন। তার লেগেছে ৫৯৪ বল। তালিকায় পরের ৪ টি স্থানে আছেন - বীরেন্দ্র শেবাগ (৬০৪ বল), গ্লেন ম্যাক্সওয়েল (৬১০ বল), ক্রিস গেইল (৬১৫ বল), ইউসুফ পাঠান (৬১৭ বল)।