Entertainment

6 days ago

Abhishek Bachchan:অভিষেক বচ্চন ৬টি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন কেন

Abhishek Bachchan
Abhishek Bachchan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কথায় আছে, যা কিছু রটে, তার কিছু তো বটে! বলিউডে জোর গুঞ্জন চলছে, বচ্চন পরিবারে কিছু একটা চলছে। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই দম্পতির সম্পর্কের সমীকরণটা মোটেও ভালো যাচ্ছে না।

এই দম্পতির বিচ্ছেদ নাকি আসন্ন, সময়ের অপেক্ষামাত্র। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এতটাই তুঙ্গে যে একমাত্র মেয়ে আরাধ্যকে নিয়ে মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বরিয়া।

গুঞ্জনের মধ্যেই একটি অনুষ্ঠানে অভিষেকের হাতে বিয়ের আংটি দেখা যায়নি। শুধু তা–ই নয়, পুত্রবধূকে নাকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন।

বলা চলে, বচ্চনদের অন্দরে ছেলে ও বউকে নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। যদিও বিবাহবার্ষিকীর দিনে স্বামী ও মেয়ের ছবি পোস্ট করে বিচ্ছেদের জল্পনায় পানি ঢেলেছেন ঐশ্বরিয়া।

তবে এবার ঐশ্বরিয়া নন, গুঞ্জন তৈরি করেছেন অভিষেক নিজেই। মুম্বাইয়ে একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনেছেন এই অভিনেতা। বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের কাছে একটি বহুতল ভবনের ৫৭ তলায় অভিষেকের কেনা ছয়টি ফ্ল্যাটের অবস্থান। গত ২৮ মে ফ্ল্যাট কেনার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন বলছে, অভিষেকের কেনা বিলাসবহুল এসব ফ্ল্যাটের মূল্য ১৫ কোটি রুপির বেশি।

অভিষেক কেন এসব ফ্ল্যাট কিনেছেন, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বচ্চন পরিবারের বক্তব্য এখনো সামনে আসেনি। এসব ফ্ল্যাটে স্ত্রী-সন্তানকে নিয়ে থাকবেন কি না, সেটিও এখনো স্পষ্ট নয়। ফলে ফ্ল্যাট কেনার নেপথ্যের ঘটনা জানতে আরও অপেক্ষায় থাকতে হবে।

You might also like!