দুরন্ত বার্তা ডিজিটাল
ডেস্কঃ- বাংলা ফিল্ম ইন্ড্রাস্টির এক অন্যতম অভিনেত্রী হলেন লাবনী সরকার। একাধিক ব্লকব্লাস্টার
ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও অত্যন্ত দক্ষতার সাথে অভিনয়
করেছেন এই অভিনেত্রী। ২৫০ এর ওপর ছবি রয়েছে তাঁর অভিনয় জীবনের ঝুলিতে।
অভিনয় জগত থেকে খানিকটা দূরে সরে নিজের নতুন জীবন শুরু করলেন
অভিনেত্রী। রিমোট পেরেন্টিংয়ের মাধ্যমে একাধিক বাচ্চার দায়িত্ব নিতে চলেছেন লাবনী
সরকার। লাবনী সরকারের কথায়, "আমি কোন এনজিও তৈরি
করতে চাইছি না। এটা আমার টাকা উপার্জনের জায়গাও নয়। মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত
করতে চাইছি। বহু বছর ধরেই এই ভাবনা আমার মধ্যে ছিল, অবশেষে শুরু করতে পারলাম। সুন্দরবনের
একটি প্রান্তিক স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি, একটি বাচ্চার দায়িত্ব নিয়েছি এরপর আরও
অনেক বাচ্চার দায়িত্ব নেব। এবার সেখানে গিয়ে অনেকটাই সময় কাটাচ্ছি, ওদের সঙ্গে থাকছি।
কারণ এটা টাকা ছুঁড়ে দেওয়ার জায়গা নয়, ওদের মতো করে জীবনযাপন করতে হবে। সেখানে আমি
অভিনেত্রী লাবনী সরকার নই, তাদের কাছের একজন মানুষ।"