Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Entertainment

11 months ago

Nayantara: সলমন খানের প্রেমে হাবুডুবু খেয়েছেন এই দক্ষিণী ইন্ডাস্ট্রির নায়িকা। নিজেই জানালেন সে ভালোবাসার কথা

Nayantara shows Love for Salman Khan while watching 'Maine Pyar Kia'
Nayantara shows Love for Salman Khan while watching 'Maine Pyar Kia'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের সঙ্গে তাঁর রসায়ন মন ভরিয়েছিল ২০২৩ সালের বলিউড দুনিয়ায়। ‘জওয়ান’ছবিতে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি থাকা সত্ত্বেও আলাদা করে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তবে এই দক্ষিণী অভিনেত্রীর মন জুড়ে রয়েছেন অন্য কেউ। তিনি সলমন খান। সম্প্রতি ইন্সটাগ্রামে তিনি প্রকাশ করেছেন তাঁর ভালোবাসার কথা সলমনকে ঘিরে। 

সলমন খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ছবির একটি দৃশ্য দেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সলমনের দৃশ্যের স্থির ছবি আর নীচে সংলাপ লেখা,‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে?’ ব্যাকগ্রাউন্ডে বাজছে তখন সে ছবির জনপ্রিয় গান,"দিল দিওয়ানা,বিন সজনাকে মানে না...।"  দক্ষিণী অভিনেত্রী আরো জানিয়েছেন যে তাঁর প্রিয় এই ছবিটি তিনি আরেকবার দেখলেন। তিনি লিখেছেন, “এঁরা দু’জন এবং এই ছবিটি, বিশুদ্ধ ভালবাসা।” সাথে রয়েছে দু’টি ভালবাসার ইমোজি। বোঝাই যাচ্ছে,নয়নতারা এক সলমন ভক্ত। অবশ্য এ প্রথমবার নয়,নয়নতারা আগে প্রকাশ্যে জানিয়ে ছিলেন সলমনের প্রতি তাঁর অনুরাগের কথা। ২০২২ সালে নয়নতারা-চিরঞ্জীবির ছবি ‘গডফাদার’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের ভাইজান। তখন নয়নতারা তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, “সকলেই সলমন স্যারকে ভালবাসেন, আর কেন ভালোবাসেন তার একটা উদাহরণ হতে পারে এ ছবিটি। ধন্যবাদ স্যার, আপনার বিস্ফোরক অভিনয় এই ছবিটিকে আরও বড় করে তুলেছে।” এবং কয়েকদিন আগে, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির গান নিজের গাড়িতে বাজিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। ‘আ যা শাম হোনে আয়ি...’ গানের সাথে লিখেছিলেন তিনি তাঁর নব্বইয়ের দশকের মিষ্টি স্মৃতিমেদুরতার কথা। 


উল্লেখ্য, প্রিয়াঙ্কা আর নয়নতারা, দুজনেই নব্বইয়ের দশকে কাটিয়েছেন তাঁদের শৈশব। প্রিয়াঙ্কার জন্ম ১৯৮২ সালে আর নয়নতারার ১৯৮৪। কিন্তু এতগুলি বছর হয়ে গেলেও প্রায় একই রকম জনপ্রিয়তা, ভক্তদের ভালোবাসা ধরে রেখেছেন সলমন খান! 


You might also like!