Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Entertainment

11 months ago

'Kill' movie:চলন্ত ট্রেন, ৪০ ডাকাত আর ২ কমান্ডো নিয়ে ‘কিল’

'Kill' movie
'Kill' movie

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমুক্তির আগেই ‘কিল’-এর ইংরেজি রিমেকের স্বত্ব কিনে নিয়েছেন ‘জন উইক’ নির্মাতা চাদ স্টাহেলস্কি—এ খবর পড়েই নড়েচড়ে বসেছিলেন সিনেমাপ্রেমীরা। ভারতে ফি বছর নানা ধরনের অ্যাকশন সিনেমা হয়। ‘কিল’-এ এমন কী আছে যা ‘জন উইক’ নির্মাতাকে আগ্রহী করে তুলল? দিন কয়েক আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এর মধ্যেই ‘কিল’ যদি আপনার দেখা হয়ে থাকে, তাহলে বুঝে যাবেন সিনেমাটিতে ‘কী আছে’। দেখার পর নিশ্চিতভাবেই বলতে বাধ্য হবেন, হিন্দিতে এ ধরনের অ্যাকশন সিনেমা আগে আপনি দেখেননি। তাঁরা সৌজন্য বজায় রাখবেন নিজেদের মধ্যে।বরাবরই সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাঁরা। আপাতত সত্যি ঠিক কী, তা জানার অপেক্ষায় রয়েছেন মালাইকা ও অর্জুনের অনুরাগীরা।

সিনেমার গল্প ভারতীয় সেনাবাহিনীর কমান্ডো (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) অফিসার অমিতকে নিয়ে। অমিতের সঙ্গে তুলিকার প্রেম। তবে পরিবার সেটা জানে না। বাবার মতের বিরুদ্ধে না যেতে পারায় অন্য একজনের সঙ্গে বাগ্‌দান হয় তুলিকার। এরপর সপরিবার ট্রেনে চেপে রওনা হয় দিল্লিতে। তুলিকার কাছে খবর পেয়ে আরেক কমান্ডোকে নিয়ে একই ট্রেনে উঠে পড়ে অমিত। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ট্রেনযাত্রা পরিণত হয় দুঃস্বপ্নে।

সেই অর্থে ‘কিল’-এ কোনো গল্প নেই, এককথায় সিনেমাটি প্রতিশোধে মরিয়া এক প্রেমিকের গল্প। তবে সিনেমাটি কখনোই গল্প-প্রধান হতে চায়নি বরং অভিনব অ্যাকশন দিয়ে চমকে দিতে চেয়েছে। এবং এতে যে নির্মাতা নিখিল নাগেশ ভাট সফল হয়েছেন বলাই বাহুল্য। ‘কিল’-এর প্রধান আকর্ষণ করিডর অ্যাকশন। ট্রেনের দুই পাশের সিটের মাঝের সরু জায়গায় যেভাবে অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করা হয়েছে, সেটা ছিল দেখার মতো।

২১ বছর আগে পার্ক চান-উকের ‘ওল্ডবয়’-এর বিখ্যাত করিডর অ্যাকশন দৃশ্যের কথা নিশ্চয় মনে আছে, সহজবোধ্যভাবে ‘কিল’কে সেটারই পরিবর্ধিত সংস্করণ বলা যায়। হালের জনপ্রিয় ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, চুরি নিয়ে মারামারি দেখেছেন দর্শক, দেখেছেন কোরীয় সিনেমার নৃশংসতাও; ‘কিল’-এ সবই আছে, যা ভারতীয় সিনেমায় প্রথমবার দেখেছেন দর্শকেরা।

১ ঘণ্টা ৪৭ মিনিটের সিনেমাটি পুরোটাই অ্যাকশনে ভরপুর। অন্য অনেক সিনেমার মতো প্রেম, গান সময় না দিয়ে সরাসরি অ্যাকশনে চলে গেছে ‘কিল’। শুরুর ১৭ মিনিট পর যে ধুন্ধুমার অ্যাকশনের শুরু, সেটা চলে শেষ পর্যন্ত। এই রুদ্ধশ্বাস অ্যাকশন থেকে আর বের হতে পারেন না দর্শকেরা।

তবে অ্যাকশনের সঙ্গে আবেগের দারুণ সমন্বয় করেছেন নির্মাতা। শেষ পর্যন্ত ‘কিল’ যেভাবে দুই কমান্ডো ছাড়াও অন্য যাত্রীদের প্রতিশোধের গল্প হয়ে ওঠে—সেটা দেখে আবেগপ্রবণ হয়ে পড়বেন দর্শকেরা।

সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ডাকুরা। তবে তাদের কেবল নৃশংস খুনি হিসেবে না দেখিয়ে আবেগের দিকগুলোও দেখিয়েছেন নির্মাতারা। ডাকুদের একে অন্যের প্রতি আবেগ, বাবা-ছেলের সম্পর্কও তুলে ধরেছেন নির্মাতা।

‘কিল’ কার্যত দুইভাবে বিভক্ত—বিরতির আগের ও বিরতির পরে। বিরতির পর থেকে নায়ক যেভাবে ‘বদলে যান’ সেটাও ছিল গল্পের বড় শক্তির জায়গা। প্রথমার্ধে নায়ক ছিলেন ভীত, পরের অংশ তিনিই হয়ে ওঠেন ভীতিজাগানিয়া।

লক্ষ্য লালওয়ানির এটিই বড় পর্দায় প্রথম কাজ। অভিষেকেই তিনি সিনেমার প্রধান চরিত্র অমিত হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন। তাঁর অ্যাকশনের তারিফ করেছেন দর্শক-সমালোচকেরা। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ছোটবেলা থেকেই কুস্তির প্রশিক্ষণ ছিল তাঁর; তাই এ ছবির প্রস্তুতি তাঁর জন্য সহজ হয়েছে। তারপরও শুটিংয়ের আগে আট মাসের প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। তবে কেবল নায়ক নন, সিনেমার খলনায়কের চরিত্রে তাক লাগিয়ে দিয়েছেন রাঘব জুয়াল। সিনেমায় সবচেয়ে ভালো অভিনয় সম্ভবত তিনিই করেছেন। তাঁর হাঁটাচলা, কথা বলার মধ্যে ঠান্ডা মাথার এক নৃশংস খুনিকে পাওয়া গেছে। স্বল্পদৈর্ঘ্যের চরিত্র হলেও অমিতের প্রেমিকার চরিত্রে ভালো করেছেন তানিয়া মানিকতলা।

You might also like!