নাগপুর, ৯ জুলাই : অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। নাগপুরের নিউ নরসালা এলাকায় অবিরাম বৃষ্টিপাতের ফলে বাড়িঘর এবং যানবাহন জলে ডুবে গিয়েছে, বুধবার সকালে নাগপুর পৌর কর্পোরেশন একটি ভেলা ব্যবহার করে উদ্ধার কাজ চালায়। নাগপুর শহরের বেশ কয়েকটি অংশে জল জমে গিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগামী ১১ জুলাই পর্যন্ত নাগপুর শহরে কমলা সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, গত তিন দিন ধরে এই এলাকাটি জলমগ্ন। এখান থেকে আসা-যাওয়া করা সম্ভব নয়। পুরো রাস্তা বন্ধ। বাড়িঘর এবং গাড়ি সম্পূর্ণরূপে ডুবে গেছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বুধবার জেলা কালেক্টর, পৌর কমিশনার এবং পুলিশ কমিশনারের সঙ্গে নাগপুর শহর ও জেলার বৃষ্টিপাত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ এবং এসডিআরএফ দলকে প্রস্তুত রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতার পরিপ্রেক্ষিতে, জেলা প্রশাসন এদিন জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা সতর্কতা অবলম্বন করার জন্যও আবেদন করেছেন।