Entertainment

4 months ago

Jishu-Nilanjana: বিচ্ছেদের মাঝে একই মঞ্চে পুরস্কৃত হবেন যিশু-নীলাঞ্জনা! নেবেন একসাথে সম্মান?

Jishu-Nilanjana
Jishu-Nilanjana

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:- বিগত কিছু মাস আগেই টলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অভিনেতা যিশু সেনগুপ্ত ও তাঁর স্ত্রী প্রযোজক নীলাঞ্জনার বিচ্ছেদের খবর সামনে এসেছিল। খবর প্রকাশ্যে আসতেই বিস্মিত হয়েছিলেন সবাই। নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় তাঁর দুই মেয়েকে নিয়ে বিচ্ছেদের পথে হাঁটার কথাও জানিয়েছিলেন। এবার তাঁরাই একই মঞ্চে নেবেন সম্মান। সম্প্রতি এমন খবর সামনে এসেছে।

রবিবারের সন্ধ্যায় শহরের প্রথম সারির হোটেলের ব্যাঙ্কোয়েট রুমে বসবে সম্মানপ্রদান অনুষ্ঠান। শহরের খ্যাতনামীরা জমায়েত হবেন সেখানে। মিমি চক্রবর্তী থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়— সকলেই থাকবেন। খবর, সেই অনুষ্ঠানে এক মঞ্চে পুরস্কৃত হতে চলেছেন যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্ত। তবে আালাদা বিভাগে। 

জানা গিয়েছে, দুটো আলাদা বিভাগে পুরস্কৃত হবেন তাঁরা। নীলাঞ্জনা পুরস্কৃত হবেন ‘ছোট পর্দার সেরা প্রযোজক’ হিসেবে। সৌজন্যে ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। সৃজিত মুখোপাধ্যায়ের গত বছরের পুজোর ছবি ‘দশম অবতার’-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন যিশু। সেই ছবির জন্য ‘সেরা খলনায়ক’-এর সম্মান পাচ্ছেন তিনি। তবে তাঁরা এক সঙ্গে মঞ্চভাগ করবেন না বলেই খবর। টলিপাড়া সূত্রে খবর, যিশু শহরের বাইরে। তিনি পুরস্কার নিতে নাও আসতে পারেন। তবে নীলাঞ্জনা পুরস্কার নিতে উপস্থিত থাকবেন বলে সূত্রের । যদি খবর সত্যি হয়,তাহলে  বিচ্ছেদের কথা জানাজানি হওয়ার পর প্রথম নীলাঞ্জনা যিশুকে ছাড়া কোনও অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন।

You might also like!