দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অমিতাভ বচ্চন, বলিউডের এক অন্যতম সুপারস্টার। ৯০-এর দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত অভিনয় দক্ষতা দেখিয়ে চলেছেন অমিতাভ বচ্চন। এবার এই সুপারস্টারের নাতনি নব্যা নভেলি নন্দা সুযোগ পেলেন আমদাবাদের আইআইএমে।
স্নাতকের পর একটা লম্বা সময় বিরতি নিয়ে প্রস্তুতিও নিয়েছিলেন। অবশেষে পরিশ্রম সার্থক হল তাঁর। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের স্বীকার হয়েছেন নব্যা। অভিযোগ, দাদুর প্রভাব ঘাটিয়ে এই সুযোগ পেয়েছেন নব্যা।
এবার সেই বিষয়ে মুখ খুললেন নব্যা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আগামী দু'বছর কী ভাবে তাঁর জীবন কাটতে চলেছে, জানান বচ্চন পরিবারের কন্যা। এমবিএ পড়তে আগামী দু'বছর আমদাবাদেই থাকতে চলেছেন তিনি। প্রস্তুতি পর্বে যে সব শিক্ষকেরা তাঁকে সাহায্য করেছেন, তাঁদের সঙ্গে ছবি দিয়ে নব্যা লিখেছেন, ''ইনি প্রসাদ স্যর। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় ইনি আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁর কাছে শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া আমার কাছে সৌভাগ্য।' প্রশিক্ষণ কেন্দ্রে কেক কেটে তাঁর সাফল্য উদ্যাপন করা হয়েছে, তা-ও জানালেন নব্যা। এই ছবি দেখেই নানা মন্তব্য এসেছে নব্যার কাছে। তাঁদের একজনকেই নব্যা লেখেন, ''এটা দু'বছরের স্নাতকোত্তরের একটা কোর্স। আরও কিছু তথ্য মানে কী ভাবে ভর্তি হওয়া যায়, সিলেবাস কেমন, এ সব তথ্যের জন্য ওয়েবসাইটে যান। ধন্যবাদ।''