Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Entertainment

11 months ago

Emergency Trailer Out:স্বাধীনতার আবহে দেশের 'কালো অধ্যায়' তুলে ধরলেন অভিনেত্রী কঙ্গনা

Emergency Trailer Out
Emergency Trailer Out

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্বাধীনতার এক দিন আগে মুক্তি পেল কঙ্গনা রানাউত অভিনীত ‘এমার্জেন্সি’র ট্রেলার। এই ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাউত। ৬ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে এই ছবি। গণতান্ত্রিক দেশের অন্ধকার অধ্যায় তুলে ধরার প্রতিশ্রুতি দেয় এই ছবি। ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থার সময়ের প্রেক্ষাপটে তৈরী হয়েছে এই ছবি। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে ইন্দিরা গান্ধীর ভূমিকায় রয়েছে কঙ্গনা রানাউত।

সোশাল মিডিয়ায় কঙ্গনা ট্রেলার শেয়ার করেছেন ৷ তারপর ক্যাপশনে লিখেছেন, " ইন্ডিয়া ইজ ইন্দিরা অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া ৷ ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী একজন মহিলা ৷ ইতিহাসের পাতায় সবচেয়ে কালো অধ্যায় তিনি লিখেছেন ৷ স্বৈরাচারের সঙ্গে সাক্ষী উচ্চাকাঙ্খার সংঘর্ষ ৷ মুক্তি পেল এমারজেন্সি ট্রেলার ৷ 6 সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পাবে এই ছবি ৷" ছবির প্রেক্ষাপট 1975 সালের অস্থির সময়ে এমারজেন্সি ঘোষণা ৷ পুরো দেশে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এমারজেন্সি ঘোষণা করেন ৷ 21 মাস এই এমারজেন্সি চলেছিল ৷ ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে যাকে কালো অধ্যায় বলে উল্লেখ করা হয়েছে ৷

এর আগে কঙ্গনা আরও একটি পোস্ট করেন ৷ যেখানে তিনি লেখেন, "একটা ছোট্ট ধারণা থেকে ছবিটাকে বড় পর্দায় দেখা একজন পরিচালক হিসাবে সত্যিই অসাধারণ অনুভূতি ৷ আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে ৷ এই ট্রেলার লঞ্চের মধ্য দিয়ে পরিচালক হিসাবে এক নতুন জার্নি শুরু হল আমার ৷ দর্শকদের গল্প বলার মধ্যে যে আনন্দ রয়েছে তা বলে বোঝাতে পারব না ৷ আমার এই গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত ৷"

ছবিতে কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুপম খের (জয়প্রকাশ নারায়ণ), শ্রেয়স তলপড়ে (অটল বিহারী বাজপেয়ী), মিলন্দ সুমন, মহিমা চৌধুরীকে ৷ এছাড়াও দেখা যাবে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে ৷ তাঁকে দেখা যাবে প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার জগজীবন রামের চরিত্রে ৷

You might also like!