দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : পশ্চিমী সভ্যতা বিজ্ঞানের অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের নামে পৃথিবীকে দিয়েছে শুধুই ভোগবাদের শিক্ষা—এমনটাই মত আরএসএস প্রধান মোহন ভাগবতের। তাঁর মতে, এতে মানুষের জীবনযাত্রা হয়তো কিছুটা সহজ হয়েছে, কিন্তু প্রকৃত দুর্দশা কাটেনি। সত্যিকারের সুখ ও স্থায়ী সমৃদ্ধি থেকে বিশ্ব এখনও বহু দূরে।
মঙ্গলবার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "আজ গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে। কারণ, ভারতীয় সংস্কৃতি ও জীবনদর্শনেই লুকিয়ে রয়েছে সকল সমস্যার স্থায়ী সমাধান।"
ভাগবতের দাবি, গত দুই হাজার বছরে পশ্চিমী মতাদর্শ মানুষকে শান্তি, সুখ ও সম্প্রীতি দিতে ব্যর্থ হয়েছে। প্রকৃত সমাধান ভারতীয়তার মধ্যেই নিহিত—এই বার্তাই তিনি জোরের সঙ্গে তুলে ধরেছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত মন্তব্য করেন, “আজকের দিনে দাঁড়িয়ে যদি চারপাশে তাকান, দেখতে পাবেন—শোষণ ও দারিদ্র ক্রমাগত বেড়েই চলেছে বিশ্বজুড়ে।” ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ব্যবধান দিন দিন আরও বাড়ছে।” অতীতের প্রসঙ্গ তুলে ভাগবত বলেন, “প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তির লক্ষ্যে বহু বই লেখা হয়েছিল। যুদ্ধ আটকাতে গঠিত হয়েছিল লিগ অফ নেশনস। তারপরও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটকানো যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ গঠিত হয়েছে। এখন আমাদের উদ্বেগ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। আজ গোটা বিশ্ব যে সমস্যার মুখোমুখি তার একমাত্র সমাধান হল ভারতীয়তা।”