Country

2 weeks ago

Supreme Court extended the deadline to AAP:ফের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট, ১০ আগস্টের মধ্যে খালি করতে হবে এএপি-র সদর কার্যালয়

Supreme Court extended the deadline to AAP
Supreme Court extended the deadline to AAP

 

নয়াদিল্লি, ১০ জুন : অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)-র জন্য ফের বড়সড় ধাক্কা। আরও একবার সময়সীমা বাড়ালেও, দিল্লির রাউস অ্যাভিনিউতে আম আদমি পার্টির সদর দফতর খালি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১০ আগস্টের মধ্যেই খালি করতে ওই সদর কার্যালয়।

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১৫ জুনের মধ্যে রাউস অ্যাভিনিউ এলাকায় অবস্থিত সদর কার্যালয় খালি করতে হবে আম আদমি পার্টিকে। আর সোমবার সেই সময়সীমা বাড়িয়ে ১০ আগস্ট করেছে সর্বোচ্চ আদালত, ওই সময়ের মধ্যেই এএপি-কে খালি করে দিতে হবে তাঁদের সদর কার্যালয়। প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টের পরিকাঠামো সম্প্রসারণের জন্য ওই জমি বরাদ্দ করা হয়েছে।


You might also like!