kolkata

1 week ago

Mamata Banerjee and P Chidambaram:নবান্নে মমতার সঙ্গে হঠাত্‍ চিদম্বরমের একান্ত বৈঠক, প্রিয়ঙ্কার হয়ে কি প্রচারে যাবেন মমতা?

Mamata Banerjee. P Chidambaram
Mamata Banerjee. P Chidambaram

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জাতীয় রাজনীতির পরিসরে কংগ্রেসের প্রতি তৃণমূলের  এমনই মোড় ঘোরানো পদক্ষেপ করলেন রাহুল গান্ধী- মল্লিকার্জুন খড়্গে-সনিয়া গান্ধীরা। কংগ্রেস সূত্রের খবর, তাঁদের দূত হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম আজ নবান্নে এসে কাঁটায় কাঁটায় পৌনে এক ঘণ্টা (বিকেল সাড়ে তিনটে থেকে সওয়া চারটে) মুখোমুখি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিরোধী রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চিদম্বরম এবং মমতার বৈঠকে সম্পর্কের শীতলতা কিছুটা গলেছে বলেও খবর।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টে থেকে ৪টে ১৫ পর্যন্ত টানা মমতার সঙ্গে বৈঠক করেন চিদম্বরম। বৈঠক নিয়ে অত্যন্ত গোপনীয়তাই বজায় রাখা হয়েছে দূতরফেই। দেশের বিরোধী রাজনীতির প্রেক্ষাপটে বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নবান্নের এক উচ্চপদস্থ আমলার বক্তব্য, নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আোচনা হয়েছে

যদিও সূত্রের খবর, ওয়েনাডে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে প্রচারে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হয়েছে। গত ডিসেম্বরে মমতা বলেছিলেন, বারাণসীতে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা বচরা গান্ধী ভোটে লড়েন, তিনি নিজে প্রচারে যাবেন। তারপর থেকে জাতীয় রাজনীতিতে অনেক জল গড়িয়েছে। সম্প্রতি লোকসভা নির্বাচনে রেজাল্টে বিরোধী INDIA জোট উল্লেখযোগ্য আসন পেয়েছে

জুলাইয়ে সংসদের ধিবেশন বসছে। বিরোধীরা কোমর বাঁধছে মোদী সরকারকে কোণঠাসা করার জন্য। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, হরিয়ানা, মহারাষ্ট্রর মতো রাজ্যগুলিতে যেখানে যে শক্তিশালী, সেই সমীকরণে INDIA জোটের আসন ভাগাভাগি হয়েছিল। তা সফল হয়েছে। মনে করা হচ্ছে, ইন্ডিয়া জোটের পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা করতে সনিয়া গান্ধীর বার্তা নিয়ে নবান্নে এসেছিলেন চিদম্বরম। কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে লোকসভা ভোটে। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে রয়েছে ২৯টি। ফলে লোকসভায় বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে পাশে পেলে কংগ্রেসেরও গলার জোর যে আরও জোরাল হতে পারে তা সহজেই অনুমেয়।


You might also like!