Country

3 days ago

Ailing Atishi broke his fast:অসুস্থ অতিশী অনশন ভাঙলেন

Ailing Atishi broke his fast
Ailing Atishi broke his fast

 

নয়াদিল্লি, ২৫ জুন : জলের দাবিতে অনশনে বসেছিলেন ২১ জুন। জানিয়েছিলেন হরিয়ানা সরকার দিল্লিকে পর্যাপ্ত জল না দেওয়া পর্যন্ত চলবে অনশন। তবে হাসপাতালে ভর্তি হয়ে, চিকিৎসকদের পরামর্শে বদলালেন সিদ্ধান্ত। মঙ্গলবার ভোররাতে রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দিল্লির মন্ত্রী অতিশী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় দিল্লির লোকনায়ক হাসপাতালে। হাসপাতালে গিয়ে অনশন ভাঙলেন তিনি।

আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং মঙ্গলবার অতিশী অনশন ভাঙার কথা জানিয়েছেন। তিনি বলেন, দিল্লির জলমন্ত্রী অতিশী হাসপাতালে ভর্তি হওয়ার পর অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে জলের দাবিতে লড়াই থেকে সরে যাননি। আম আদমি পার্টির অভিযোগ, তীব্র জলসঙ্কটে থাকা দিল্লিকে ইচ্ছাকৃতভাবে হরিয়ানা পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহ করছে না।


You might also like!