Country

1 week ago

Heat wave death Delhi: দিল্লি, নয়ডায় তীব্র তাপপ্রবাহে মৃত ১৫

15 dead in severe heat wave in Delhi, Noida
15 dead in severe heat wave in Delhi, Noida

 

নয়াদিল্লি, ১৯ জুন: তীব্র তাপপ্রবাহে উত্তর ভারতে প্রাণহানির ঘটনা অব্যাহত। বুধবার জানা গেছে, গত ৭২ ঘণ্টায় দিল্লিতে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন ৫ জন। গত দু-একদিনে নয়ডায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের জেরে। তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে দিল্লির একাধিক হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন অনেকেই। চিকিৎসকরা জানিয়েছেন, হিটস্ট্রোকের পাশাপাশি প্রচন্ড জ্বর, ডি-হাইড্রেশনের মতো উপসর্গ নিয়েও অনেকে ভর্তি হচ্ছেন। মে মাসের তুলনায় জুনে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।

উল্লেখ্য,আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যে দিল্লি ও সংলগ্ন এলাকায় দাবদাহ থেকে সামান্য স্বস্তি মিলতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতে।

You might also like!