Country

1 week ago

Mohan Yadav:দেশবাসীকে আন্তর্জাতিক যোগ দিবসের আগাম শুভেচ্ছা মোহন যাদবের

Mohan Yadav
Mohan Yadav

 

নয়াদিল্লি, ২০ জুন : শুক্রবার (২১ জুন) গোটা বিশ্ব জুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। সমগ্র ভারতব্যাপী যোগ দিবস পালন হবে। এবছর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে হবে মূল অনুষ্ঠান।

দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী যোগ দিবস শুরু করার পর থেকেই গোটা বিশ্বে যোগব্যায়াম নিয়ে সচেতনতা তৈরি হয়েছে। যোগ দিবসের এই মহান উদ্যোগে অংশ নেবে মধ্যপ্রদেশ সরকারও।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২১ জুন দিনটি পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে। যার নেপথ্যে ভারতের ভূমিকাই প্রধান। প্রতিবছর এই দিনটিতে অংশ নেন দেশের প্রধানমন্ত্রী। শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে সাজো সাজো রব।


You might also like!