Technology

6 months ago

মোটোরোলা জলের দরে নয়া স্মার্টফোন Moto E14, RAM Boost ফিচার সহ পাওয়া যাবে IP52 ওয়াটারপ্রুফিং

Moto E14,
Moto E14,

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Moto E14 স্মার্টফোনটিকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ বাজারে লঞ্চ করলো মোটোরোলা। এটি একটি বাজেট স্মার্টফোন, যা কম খরচে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি অফার করে৷ এই নতুন মডেলটি ইতিমধ্যেই বিক্রির জন্য উপলব্ধ এবং এটি ‘ভ্যালু-ফর-মানি’ ডিল প্রদান করে। Moto E14 হ্যান্ডসেটে রয়েছে এইচডি+ ডিসপ্লে, UNISOC T606 প্রসেসর, ডলবি অ্যাটমস (Dolby Atmos) প্রযুক্তি, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে এই নবাগত ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Moto E14 ফোনের দাম

গ্লোবাল মার্কেটে এই ফোনটি 2GB RAM + 64GB Memory সহ সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ইউরোপে এই ফোনটির দাম £69.99 অর্থাৎ ভারতীয় দাম অনুযায়ী প্রায় 7,400 টাকা। বিদেশের বাজারে এই ফোনটি Graphite Gray, Pastel Green এবং Pastel Purple কালারে সেল করা হবে। ভারতের বাজারেও ভবিষ্যতে এই ফোনটি পেশ করা হবে এবং এই ফোনের দাম 7 হাজার টাকার রেঞ্জে রাখা হতে পারে।

Moto E14 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto E14 ফোনে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। ফোনটির ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে 1.6 ক্লক স্পীডযুক্ত UNISOC T606 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য Arm Mali-G57 MP1 জিপিইউ রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। যার ফলে এই ফোনটি হালকা RAM ও প্রসেসর সত্ত্বেও স্মুথ রান করতে পারে। এই ফোনে গুগলে গো অ্যাপ ব্যাবহার করা যায়, এই ধরনের অ্যাপ কম স্টোরেজ দখল করে এবং এর মাধ্যমে ব্যাটারি ও ইন্টারনেটের সাশ্রয় হয়।

স্টোরেজ: গ্লোবাল মার্কেটে Moto E14 ফোনটি 2GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে RAM Boost টেকনোলজি রয়েছে, যার ফলে এই ফোনে মোট 4GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 64GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফি এবং সেলফির জন্য এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP Rear Camera যোগ করা হয়েছে, যা PDAF, HDR প্রভৃতি ফিচার সাপোর্ট করে। একইভাবে সেলফির জন্য Moto E14 ফোনে 5MP Selfie Camera রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।

You might also like!