West Bengal

3 months ago

Shankar Ghosh is the new Chief Whip of BJP :বিধানসভায় বিজেপি পরিষদীয় দলে দায়িত্ব বাড়ল,রাজ্যের নতুন মুখ্য সচেতক হচ্ছেন শঙ্কর ঘোষ

Shankar Ghosh is the new Chief Whip of BJP in West Bengal Assembly
Shankar Ghosh is the new Chief Whip of BJP in West Bengal Assembly

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিধানসভায় বিজেপির পরবর্তী মুখ্য সচেতক হতে চলেছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।  এবার মনোজ টিগ্গা লোকসভায় যাওয়ার পর, তাঁর জায়গায় কে হবেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক? তা নিয়ে গত কয়েকদিনে বিস্তর চর্চা চলেছে রাজনৈতিক মহলে। সেই বৈঠকেই শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ৷ এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতি রয়েছে বলে জানা গিয়েছে ৷

এর আগে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ছিলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা ৷ সম্প্রতি লোকসভা নির্বাচনে জন বারলার পরিবর্তে তাঁকে আলিপুরদুয়ার আসন থেকে বিজেপির প্রার্থী করা হয়েছিল ৷ নির্বাচনে জিতে তিনি এখন সাংসদ ৷ ফলে ওই আসনে উপনির্বাচন হবে ৷ মনোজ টিজ্ঞার পর বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল ৷ বেশ কয়েকবার এনিয়ে বৈঠকেও বসে বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ শেষে শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ৷ আজ বুধবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিজেপির তরফে ৷

শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়কের পাশাপাশি সাংগঠনিকভাবে রাজ্য বিজেপির সম্পাদক পদে রয়েছেন ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি ৷ উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি 77 আসনে জয় পেলে, কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় বিরোধী দলনেতা দক্ষিণবঙ্গ এবং মুখ্য সচেতক উত্তরবঙ্গের কোনও বিধায়ককে করা হবে ৷ সেই মতো মনোজ টিজ্ঞাকে মুখ্য সচেতক করা হয়েছিল ৷ শেষ লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে খুব ভালো ফল করেছে বিজেপি ৷ ফলে এবারও মুখ্য সচেতক বাছাইয়ের সিদ্ধান্তে অন্যথা হয়নি ৷

বিজেপির পরিষদীয় দলের সূত্রে খবর, বিধানসভায় পরবর্তী অধিবেশন ডাকা হলে, তখন শঙ্কর ঘোষের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৷ তবে, বিজেপির পরিষদীয় কমিটির তরফে শঙ্কর ঘোষ যে মুখ্য সচেতক হচ্ছেন, তা জানিয়ে দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, "আমাকে এখনও আনুষ্ঠানিকভাব কিছু জানানো হয়নি ৷ দল আমাকে যে দায়িত্ব দেবে আমি তা সব রকমভাবে পালন করব ৷"


You might also like!