Country

8 hours ago

Devendra Fadnavis slams Rahul Gandhi: রাহুল গান্ধীর বুদ্ধি চুরি হয়ে গিয়েছে, কটাক্ষ দেবেন্দ্র ফড়নবিসের

Maharashtra Chief Minister Devendra Fadnavis
Maharashtra Chief Minister Devendra Fadnavis

 

মুম্বই, ২৮ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেস নেতাকে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর কথায়, রাহুল গান্ধীর বুদ্ধি চুরি হয়ে গিয়েছে। 'ভোট চুরির' অভিযোগ এনে বিজেপি ও নির্বাচন কমিশনকে একের পর এক আক্রমণ করছেন রাহুল গান্ধী।

রাহুলকে তীব্র কটাক্ষ করে বৃহস্পতিবার ফড়নবিস বলেছেন, "আমি স্পষ্ট করে বলছি, রাহুল গান্ধীর বুদ্ধি চুরি হয়ে গিয়েছে। আপনাকে জাতীয় নেতা বলা হয় এবং তারপর আপনি এই ধরনের কথা বলেন।" উল্লেখ্য, ভোটার অধিকার যাত্রা থেকে ফের একবার বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে বিজেপি। রাহুল গান্ধী বৃহস্পতিবার সকালে সীতামঢ়ীর জানকি মন্দিরে পূজার্চনা করেন। পরে ভোটার অধিকার যাত্রায় অংশ নেন। তিনি বলেছেন, "আমরা জানি, তাঁরা বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে। সেই কারণেই আমরা এখানে ভোটার অধিকার যাত্রা শুরু করেছি, যাতে এই মানুষগুলি এবং নির্বাচন কমিশনার জানতে পারেন যে, বিহারের মানুষ বুদ্ধিমান, সতর্ক এবং তাঁরা বিজেপি এবং নির্বাচন কমিশনকে বিহারে একটি ভোটও চুরি করতে দেবে না। তাঁরা দরিদ্রদের কাছ থেকে ভোট চুরি করছে, কারণ তাঁরা আপনাদের কণ্ঠস্বর দমন করতে চায় এবং আমি এই মঞ্চ থেকে বলতে চাই, তাঁরা কখনই আপনাদের কণ্ঠস্বর দমন করতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি।"

You might also like!