শ্রীনগর, ১৭ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, ভূস্বর্গের নানা প্রান্ত এখন বরফের চাদরে ঢাকা পড়েছে। যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ! শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কার্গিল - সর্বত্রই হাড়কাঁপানো ঠান্ডার দাপট রয়েছে।
জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০-২১ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবার ২২-২৩ জানুয়ারিও তুষারপাত হতে পারে। ফলে আপাতত ঠান্ডা থেকে রেহাই পাবে না জম্মু ও কাশ্মীর, উল্টে শীত আরও বাড়তে পারে।