দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের আগস্ট মাসের বন্যার ফলে সারা রাজ্যে ৫৮ হাজার ৭৮০টি ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরা বিধানসভায় জনস্বার্থে আনা একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় একথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার, ত্রাণ সংস্থা ও সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গত আগস্ট মাসে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতি ও পুনর্নির্মাণের জন্য ৫৩,৮৩০টি পরিবারকে এখন পর্যন্ত ৫৮ কোটি ১৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাসনপত্র ও পরিধানের কাপড় বাবদ ৬ কোটি ৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বন্যা ও ভূমিধুসের কারণে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিবারকে ৪ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৫২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে সরাসরি ৩১ জন মৃত ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
বিধায়ক শ্যামল চক্রবর্তীর আনা বেসরকারি প্রস্তাবটি ছিল 'এই বিধানসভা প্রস্তাব করছে যে গত বছরের আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে অবিলম্বে পর্যাপ্ত সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হোক'। এই বিষয়ে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল রায়, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দেববর্মা।