Game

10 hours ago

Copa del Rey: কোপা দেল রে–র শেষ আটে রিয়াল

Copa del Rey (Symbolic picture)
Copa del Rey (Symbolic picture)

 

সান্তিয়াগো, ১৭ জানুয়ারি : কয়েকদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর বৃহস্পতিবার রাতে আরেকটি ধাক্কা খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। অনেক নিচের দিকের দল সেল্তা ভিগো তাঁদের কাঁপিয়ে দিয়েছিল। তবে ১২০ মিনিট খেলার পর ৩ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার রাতে ৫-২ গোলে জিতেছে রিয়াল।

কিলিয়ান এমবাপে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে দেওয়ার পর ২-০ করেন ভিনিসিউস জুনিয়র। এরপর সেল্তা ভিগোর জোনাথান বাম্বা ব্যবধান কমানোর পর পেনাল্টি থেকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে খেলা নিয়ে যান মার্কোস আলোনসো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের ১০৮ মিনিটে বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে নেন এন্দ্রিক। গিলেরের কাছ থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পরাস্ত করেন গোলরক্ষক ভিয়ারকে। এর ৪ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান বাড়ান ভালভের্দে। ১১৯ মিনিটে ব্যবধান ৫-২ করেন এন্দ্রিক। কর্নারের পর গিলের ক্রস থেকে ব্যাকহিলে গোল করেন এই তরুণ। সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল। সেই ম্যাচের পর প্রথম বার তাঁরা মাঠে নেমে জয় পেল ৫ গোলে।

You might also like!