কলকাতা, ১২ জানুয়ারি : জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "আমি মনে করি, বিশ্ব শান্তি পুনরুদ্ধারের জন্য স্বামীজির আদর্শ ও দর্শন সাম্প্রতিক সময়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সময়ে দেশে যে পরিস্থিতি রয়েছে তা কেবল স্বামীজির আশীর্বাদ এবং দর্শনের মাধ্যমেই কাটিয়ে উঠতে পারে।"
তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, এক ডলার ৮৪ টাকা ছাড়িয়েছে। তাই টাকার মান ক্রমশ কমছে এবং জিডিপি কমছে। ভারতীয় মুদ্রার মান বিশ্ব মুদ্রা বাজারে সর্বনিম্ন পরিমাণের দিকে যাচ্ছে। তাই আমাদের সকলের খুব সতর্ক হওয়া উচিত। ডঃ মনমোহন সিং আমাদের দেখিয়েছেন অর্থনীতি কি, উদারীকৃত অর্থনীতি কি।"
দিল্লি বিধানসভা নির্বাচন সম্পর্কে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমাদের ১০০ শতাংশ মতামত হল, শুধুমাত্র এএপি দিল্লির জনগণের জন্য সর্বোত্তম করতে পারে। আমি জনগণকে এএপি-কে ভোট দেওয়ার জন্য আবেদন করব।"