Country

5 hours ago

Electric Shock At UP Temple: বারাবাঁকিতে শেডের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার; দু'জন গুরুতর, আহত ১৯ জন

Electric Shock At UP Temple
Electric Shock At UP Temple

 

বারাবাঁকি, ২৮ জুলাই : উত্তর প্রদেশের বারাবাঁকি জেলার ঔশানেশ্বর মহাদেব মন্দিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে এসে পড়ল মন্দিরের শেডের ওপর। পুজো দিতে এসে তড়িদাহত হলেন অনেকে। বিশৃঙ্খল পরিস্থিতিতে মন্দিরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিদ্যুতের ভয়ে পুণ্যার্থীরা দৌড়াদৌড়ি শুরু করেন। ফলে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় অন্তত দু'জন মারা গিয়েছেন এবং ১৯ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং ত্রাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও শোকাহত পরিবারবর্গের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বারাবাঁকির ডিএম শশাঙ্ক ত্রিপাঠি বলেন, "শ্রাবণ মাসের সোমবার ভক্তরা ঔশানেশ্বর মহাদেব মন্দিরে প্রার্থনা করতে এসেছিলেন। বৈদ্যুতিক তার ছিঁড়ে শেডের উপর পড়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ১৯ জন আহত হন। আহতদের হায়দারগড় এবং ত্রিবেদীগঞ্জ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দু'জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের জেলা হাসপাতালে রেফার করা হয়। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।" ডিএম আরও জানান, "শ্রাবণের তৃতীয় সোমবারে ভক্তরা এখানে দর্শনের জন্য জড়ো হয়েছিলেন। কিছু বানর বিদ্যুতের তারের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে বানরগুলি টিনের চালার উপর পড়ে যায়। ফলস্বরূপ, প্রায় ১৯ জন বৈদ্যুতিক শক পান; দু'জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" পরে দু'জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিএমও অবধেশ প্রসাদ বলেছেন, "সোমবার ভোররাত দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটেছে। কিছু ভক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোট ২৯ জনকে হায়দারগড়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। তাদের মধ্যে একজনকে জেলা হাসপাতালে রেফার করা হয়। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। ৯ জনকে ত্রিবেদীগঞ্জ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে দু'জনকে মৃত অবস্থায় আনা হয় এবং বাকি সাতজন আশঙ্কামুক্ত। আরও ছয়জন আহত হয়েছেন, যাদের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।"

You might also like!