Business

2 years ago

RBI hikes repo rate by 50 basis points : ৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, ২০২২-২৩ অর্থবছরে মুদ্রাস্ফীতির অনুমান ৬.৭ শতাংশ

RBI hikes repo rate by 50 basis points
RBI hikes repo rate by 50 basis points

 

মুম্বই, ৫ আগস্ট : পলিসি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে পলিসি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৫০ বেসিস পয়েন্ট বাড়ার পর রেপো রেট বেড়ে হল ৫.৪ শতাংশ।

আরবিআই-এর এই ঘোষণার ফলে ঋণে সুদের হার বাড়তে চলেছে। এই নিয়ে বেশ কয়েকবার রেপো রেট বাড়াল আরবিআই। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে মুদ্রাস্ফীতি অনুমান করা হচ্ছে ৬.৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে জিডিপি বৃদ্ধির অনুমান ৭.২ শতাংশ।


You might also like!