Business

1 year ago

Market Price:উচ্ছেও 50 টাকা! বাজারে চড়া দামে বিকোচ্ছে কোন কোন সবজি?

Market
Market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সবজি বাজারে গরমের সব্জির দাম কিছুতেই কমছে না। তবে বাজারে আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, কুমড়োর দাম এখনও নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে। কিন্তু চড়া দামে বিকোচ্ছে কাঁচা আম, এঁচড়, পটলের মতো বিভিন্ন সবজি। এবার উচ্ছের দাম বেড়ে হয়েছে ৫০ টাকা। যা  গত মাসেও ছিল ৩০ টাকা কেজি।


বর্তমান সবজির বাজার মূল্য:

কাঁচা আম ১০০ টাকা কেজি

প্রতি কেজি পটলের দাম ৯০ টাকা।

এঁচড় প্রতি কেজি ৫০ টাকা।

কাঁচা লঙ্কা প্রতি কেজি ৬৫ টাকা। 

বাঁধাকপি প্রতি কেজির দাম ১২ টাকা

ফুলকপির প্রতি পিস ১০ টাকা।

বেগুন, কুমড়ো প্রতি কেজি ৩০ টাকা

সিম, পেঁপে, টমেটোর প্রতি কেজি ২০ টাকা। 


মাছ - মাংসের বাজারও আকাশ ছোঁয়া। সেই অর্থে সস্তা রয়েছে ডিম। বর্তমানে ডিমের পিস বিক্রি হচ্ছে পাঁচ টাকা। ৩ টাকা কমেছে ডিমের দাম।


ইলিশ মাছ ৮০০ টাকা কেজি।

ভেটকি মাছ ৫০০টাকা কেজি ।

কই মাছ প্রতি কেজি ৪০০ টাকা । 

কাতলা মাছ ৩৫০ টাকা কেজি।

বাগদা চিংড়ির কেজি ৩৫০ টাকা।

রুই মাছ প্রতি কেজি ২০০ টাকা। 

ছোট পাবদা ৩০০ টাকা কেজি ।  

ট্যাংরা মাছ ১৫০ টাকা কেজি। 

গোটা মুরগির কেজি ১৪০ টাকা।

চিকেনের প্রতি কেজি ২৫০ টাকা।

মাটনের কেজি বিক্রি হচ্ছে ৭৩০-৮০০ টাকা।


You might also like!