Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Horoscope

1 year ago

Kalker Rashifal: আজ বজরংবলীর দয়া, সঙ্গে সিদ্ধি যোগের কামাল! সৌভাগ্যে সবাইকে টেক্কা দেবে এই ৫ রাশি

Today the kindness of Bajrangbali, with the perfection of Siddhi Yoga!
Today the kindness of Bajrangbali, with the perfection of Siddhi Yoga!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামিকাল ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার চাঁদ ধনু রাশিতে অবস্থান করবে। এর পাশাপাশি কাল থাকবে সিদ্ধি যোগ। জেনে নিন কাল বজরংবলীর আশীর্বাদে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন কোন কোন রাশির জাতকরা।

৫ মার্চ মেষ রাশিফল​

কাল ৫ মার্চ জীবনের সব সুখ সৌভাগ্য লাভ করবেন মেষ রাশির জাতকরা। কাল আপনার সাহস ও ধৈর্য্য দুইই আগামিকাল বৃদ্ধি পাবে। শত্রুরা কাল হনুমানজির কৃপায় মেষ রাশির জাতকদের সামনে পরাজিত হবে। সামাজিক জনসেবামূলক কাজেও কাল যোগ দেবেন আপনি। যাঁরা চাকরির চেষ্টা করছেন তাঁরা কাল কোনও বন্ধুর সাহায্যে চাকরি পেতে পারেন। পরিবারে সুখ থাকবে।

৫ মার্চ মিথুন রাশিফল​

কালকের দিনটি সিদ্ধি যোগের শুভ প্রভাবে সৌভাগ্যময় হবে মিথুন রাশির জাতকদের জন্য। কাল আপনি নিজের সব কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। শত্রুরা আপনার কাজে বাধা তৈরি করার চেষ্টা করলেও ব্যর্থ হবে। আপনি নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারবেন। আইনি জটিলতা থেকেও জয় পাবেন কন্যার জাতকরা।

৫ মার্চ সিংহ রাশিফল

কালকের দিনটি বিশেষ ভাবে সৌভাগ্যপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতকদের জন্য। কাল কোনও অতিরিক্ত সূত্র থেকে আপনার আচমকা অর্থ লাভ হতে পারে। সরকারি প্রকল্প থেকেও লাভবান হতে পারেন। যে বিষয়গুলি এতদিন আপনার কাজ বাধা তৈরি করছিল, সেই সব বাধা এবার কেটে যেতে পারে। বৃশ্চিক রাশির ছাত্র ছাত্রীরা লেখাপড়ায় আগামিকাল বিশেষ সাফল্য লাভ করবে।

৫ মার্চ তুলা রাশিফল​

আগামিকাল পূর্ব আষাঢ় নক্ষত্রের প্রভাবে বড় কোনও সাফল্য অপেক্ষা করছে তুলা রাশির জাতকদের জন্য। কাল নিজের জ্ঞান ও বুদ্ধির জোরে সব বিপদ কাটিয়ে উঠতে পারবেন আপনি। কেরিয়ারে কাল বড় সাফল্য পাওয়ার যোগ আছে তুলা রাশির জাতকদের। আগামিকাল বেশ কিছু অতিরিক্ত অর্থ লাভ হতে পারে। আপনার উপর থাকা মানসিক চাপ এবার কেটে যাবে।

৫ মার্চ কুম্ভ রাশিফল

কাল সারাদিন হনুমানজির আশীর্বাদ থাকবে কুম্ভ রাশির জাতকদের উপর। আগামিকাল সমাজে কোনও উচ্চস্থান আপনি লাভ করতে পারবেন। কাল কুম্ভ রাশির জাতকরা সব বিষয়ে নিজের পরিবারের সম্পূর্ণ সমর্থন পাবেন। কাল আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। কাল কোথাও বিনিয়োগ করলে লাভ হবে। ব্যবসাতেও কাল লাভ বাড়বে কুম্ভ রাশির জাতকদের।

You might also like!