Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

WhatsApp : বাস্তবের ‘থ্রি ইডিয়টস’!হোয়াটস এপে সফল সন্তান প্রসব কাশ্মীরে

whatsapp
whatsapp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  'থির ইডিয়েটস' সিনেমাতে এমন ঘটনা আমরা দেখেছিলাম। কিন্তু এবার আর রুপালি পর্দায় নয়। বাস্তবে সেই ঘটনা ঘটলো। ভিডিও কলে চিকিৎসকের সাহায্য নিয়ে কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে এক মহিলার সন্তান প্রসব করানো হল। প্রতিকূল পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে  ডাক্তারের পরামর্শ মতো কাজ করেন স্বাস্থ্যকর্মীরা। সুষ্ঠুভাবে কাজ মেটে। মা ও সন্তান সম্পূর্ণ স্বাভাবিক আছে। কাশ্মীরের এক প্রত্যন্ত গ্রামের ঘটনা। সেখানে চলেছে তুষারপাত। প্রতিকূল পরিবেশে এক অন্তঃসত্ত্বা মহিলাকে আনা হয় গ্রামীণ হাসপাতালে। যদিও সেখানে প্রসব করানোর মতো পরিকাঠামো ছিল না। বিশেষত মহিলার একাধিক শারীরিক সমস্যা শ্রীনগরে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। সাধারণত এইসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারের সাহায্যে জম্মু কিংবা শ্রীনগরে নিয়ে যাওয়া হয় ভূস্বর্গের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের। 


  প্রাথমিকভাবে হাসপাতালে সকলেই ভয় পেয়ে যায়। কিন্তু চিকিৎসকের পরামর্শে হাসপাতালের মহিলা কর্মীরাই হাত লাগায়। সঙ্গে আছেন, হাসপাতালের একাধিক অন্য বিভাগের চিকিৎসক।এই অবস্থায় ঝুঁকি নিয়ে শহরের চিকিৎসকদের সাহায্যে অস্ত্রোপচার করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। গোটা বিষয়ে সম্পন্ন হয় হোয়াটসঅ্যাপ কলে। কেরানের স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আরশাদ সোফির ফোনে ভিডিও কল করে প্রয়োজনীয় পরামর্শ দেন ক্রালপোড়া মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ পারভেজ এবং তাঁর সহকারীরা। প্রায় ৬ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করার পর কন্যাসন্তানের জন্ম দেন মহিলা। থ্রি ইডিয়েটস-এর মতোই বাস্তবে অস্ত্রোপচার সফল হয়। সকলেই অত্যন্ত খুশি। নতুন শিশুর মুখ দেখে সকলেই নতুন উন্মাদনায় উৎফুল্ল।



You might also like!