Health

1 year ago

Smell Urin:প্রস্রাবে দুর্গন্ধ? পিছনে থাকতে পারে এই গুরুতর কারণ!

Smell Urin
Smell Urin

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হঠাৎ করে খেয়াল হচ্ছে যে প্রস্রাবে অতিরিক্ত বেশি দূর্গন্ধ হচ্ছে। প্রাথমিকভাবে আমরা অনেকে ভাবি হয়তো জল কম  খাওয়ার জন্য এই দূর্গন্ধ। কিন্তু নেফ্রোলজিস্টরা বলছেন, জল কম খেলে অন্যান্য অনেক সমস্যা হতে পারে কিন্তু এর সঙ্গে প্রস্রাবের দূর্গন্ধের কোনো সম্পর্ক নেই। প্রস্রাবে দূর্গন্ধ  হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রধানত যে সমস্ত কারণে প্রস্রাবে দূর্গন্ধ হয় তা হলো -

১) মূত্রনালীর সংক্রমন। মূত্রনালীতে ব্যাকটেরিয়া জমলে দূর্গন্ধ হতে পারে।

২) ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস বেড়ে গেলে চিনি প্রস্রাবের সঙ্গে বেশি নির্গত হয়,তখন প্রস্রাবে দূর্গন্ধ হতে পারে।

৩) প্রস্রাবে দূর্গন্ধ হওয়ার আরও একটি কারণ হল ‘সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন’। এই সংক্রমণ প্রস্রাব এবং মূত্রাশয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কখনও এই সংক্রমণের হাত ধরে মূত্রনালিতে প্রদাহ সৃষ্টি হয়, যা প্রস্রাবের গন্ধে পরিবর্তন আনতে পারে।

৪) কিডনিতে পাথর হলে নুন ও অন্যান্য খনিজ জমে গিয়ে প্রস্রাবে দূর্গন্ধ হতে পারে। 

  তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

You might also like!