Health

1 year ago

Joint Replacement| জয়েন্ট রিপ্লেসমেন্ট রোবোটিক সার্জারি এখন কলকাতাতেই, Dr. Santosh Kumar

Robotic Surgery Joint replacement is now avbailable in Kolkata
Robotic Surgery Joint replacement is now avbailable in Kolkata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসহ্য হাঁটুর ব্যথার অসুখে অস্টিও আর্থ্রাইটিসে নি-জয়েন্ট রিপ্লেসমেন্ট একমাত্র স্থায়ী সমাধান। কলকাতায় এই প্রথম সম্পূর্ণ অটোমেটিক অ্যাক্টিভ রোবোটিক সিস্টেমের সাহায্যে নি-জয়েন্ট রিপ্লেসমেন্ট শুরু হয়ে গেলো। রোবোটিক সার্জারির কল্যাণে এই নি-জয়েন্ট রিপ্লেসেমেন্ট এখন অনেক সহজ, নিশ্চিত ও নিরাপদ। একজন চিকিৎসকের দক্ষতা ও পারদর্শীতার সাথে রোবোট অ্যাসিস্টেন্টের আধুনিক প্রোগ্রামিং ও আটিফিসিয়াল ইন্টেলিজেন্সের এক মেলবন্ধনে হাঁটু বা হিপ জয়েন্টের বদলও বর্তমানে বহুমাত্রায় সহজ ও নিরাপদ। এ ব্যাপারে সম্পূর্ণ ভাবে ভরসার কথা শোনালেন বেলভিউ ক্লিনিকের অর্থোপেডিক ও রিপ্লেসমেন্ট সার্জন ডাঃ সন্তোষ কুমার।
কলকাতায় জয়েন্ট রিপ্লেসমেন্টের অভিজ্ঞতায় ডাঃ সন্তোষ কুমার এক অনন্য ভূমিকা। দীর্ঘ সতেরো বছরের অভিজ্ঞতায় ডাঃ সন্তোষ কুমার দশ হাজারেরও বেশি মানুষের হাঁটু রিপ্লেসমেন্ট করেছেন। ২০১৩ সালে তিনিই প্রথম জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে আসেন। নিয়ে আসেন অত্যাধুনিক প্রযুক্তি চতুর্থ প্রজন্মের কম্পিউটার সফটওয়ার পরিচালিত অর্থো পাইলট সিস্টেম। আধুনিক প্রযুক্তি আর মিলিমালি ইনভেসিভ পদ্ধতির দ্বারা অনেক রোগীর হাঁটুর ব্যথাকে ঠিক করেছেন। এছাড়াও হিপ জয়েন্ট ফ্র্যাকচারের রোগীকে পূর্বের ন্যায় দাঁড় করিয়েছেন। কিন্তু বিজ্ঞান কোনদিনই থেমে থাকে না। এই কটা বছরের জয়েন্ট রিপ্লেসমেন্ট আরও উন্নত হয়েছে। আমাদের সাথে ডাঃ সন্তোষ কুমার নিজেকে যুগের সাথে মানিয়েও নিয়েছেন। কলকাতায় তিনিই নিয়ে এলেন জয়েন্ট রিপ্লেসমেন্টে সর্বপ্রথম এক সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম।


ছবি সৌজন্যেঃ www.healthline.com
দরকারী কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে রোকেটিভ সার্জারির কিছু কথা : -

প্রশ্ন : অস্টিও আর্থ্রারাইটিসে হাঁটু বদলাতে কেন হয়?

ডাঃ সন্তোষ কুমার রায় : বয়সের সাথে যেমন চোখে ছানি পড়ে, ঠিক তেমনই বহু মানুষেরই অস্টিও আর্থ্রারাইটিসে জয়েন্টের হাড়ে ব্যথা শুরু হয়। ক্ষয়ে যাওয়া হাড় নার্ভরুডে চাপ দিলেই ব্যথার সৃষ্টি হয়। এর ফলে স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটে। ছানির মতোই হাড়ের ওই লাইফ স্টাইল ডিজিজে হাঁটুর বিশেষ দুটি অংশ ক্ষয়ে যায়। এবং ওষুধ, ফিজিওথেরাপি বা অন্য কোন বিকল্প চিকিৎসাতেও কোন সমাধান হয় না। কৃত্রিম হাঁটু বা প্রস্থেথিস বসানোই এর একমাত্র চিকিৎসা। তাই ব্যথা একটা জায়গায় পৌঁছোলে জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া অন্য কোন উপায় থাকে না। তবে এখন রোবোটিক সার্জারির সাহায্যে জয়েন্ট রিপ্লেসমেন্ট আগের থেকে সহজে নিরসন ও কার্যকরী হয়েছে।

প্রশ্ন : রোবোটের সাহায্যে জয়েন্ট রিপ্লেসমেন্টের কি বিশেষ সুবিধা আছে?

ডাঃ সন্তোষ কুমার : অবশ্যই আছে। রোবোটের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চালিত যান্ত্রিক মস্তিষ্ক মুহূর্তের মধ্যে মিলিমিটারের কয়েক সহস্রাংশ পর্যন্ত হিসাব করে সিদ্ধান্ত নিতে পারে বলে হাড়ের সঙ্গে প্রস্থেসিসেস ফিটিংস সাধারণ কম্পিউটারাইজড থেকে বহু গুণ বেশী নিখুঁত ও সূদ হয়। আমরা একই কারণে হাই ও সকল টিস্যু অনেক আকার পরিমাণে কাটা হয় বলে রক্তপাত হয় না বললেই চলে। পোস্ট অপারেটিভ কোনও সুখ কম হয় ও রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। অন্যদিকে মানুষের চোখের থেকে অনেক বেশি অনুধাবন করতে পারে বলে প্রস্থেসিসের অ্যালাইনমেন্ট সাধারণ সার্জারির থেকে অনেক বেশী সঠিক হয় ফলে একদিকে যেমন প্রস্থেসিসের অনুসন্ধান পড়ে আবার অন্যদিকে বেশী অনেক ভালোভাবে কাজকর্ম করতে পারেন।

প্রশ্ন : নি-জয়েন্ট রিপ্লেসমেন্টে এখানে কোথাও নেভিগেশন কোথাও সার্জারিতে রোবোটিক আর্ম যা কম্পিউটার ব্যবহার হয়, এর থেকে রোবোটিক সিস্টেম কতটা আলাদা?

ডাঃ সন্তোষ কুমার : আলাদা নিশ্চয়ই? রোবোটিক আর্ম বা কম্পিউটার নেভিগেশন এক ধরণের আংশিক স্বয়ংক্রিয় ব্যবস্থা। কিন্তু আমাদের রোবোটিক সার্জারিতে ব্যবহার করা হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্যকারী অ্যাক্টিভ রোবোটিক সিস্টেম। জন্টে রিপ্লেসমেন্টের মতো মেজর সার্জারি থেকে এই রোবোটিক সার্জারিতে নির্ভূলতার হার কয়েক হাজার গুণ বেড়ে যায়।


ছবি সৌজন্যেঃ www.chsbuffalo.org

প্রশ্ন : রোবোটিক সার্জারির মাধ্যমে জয়েন্ট রিপ্লেসমেন্টের সার্জারি সম্পূর্ণভাবেই কম্পিউটার প্রোগ্রামিং নিয়ন্ত্রিত? এই সব ক্ষেত্রে তাহলে চিকিৎসকের কি ভূমিকা থাকে?

ডাঃ সন্তোষ কুমার : যন্ত্রের পিছনে যে মানুষটি থাকে তিনি আসল। এক্ষেত্রে তিনি একজন রিপ্লেসমেন্ট সার্জন। আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি, গত এগারো বছরে বিভিন্ন বয়সের নানান মানুষের হাঁটু পল্টানোর অভিজ্ঞতার সাথে রোবোটের যান্ত্রিক দায়িত্ববোধ ও অতিমানবীয় ক্ষমতার যুগ্ম মিলনে আমার কাছে রোবোটিক নি-জয়েন্ট রিপ্লেসমেন্ট সাধারণ সার্জারির থেকে অনেক সহজ, সরল ও নিরাময় হয়ে উঠেছে।

প্রশ্ন : সাধারণ সার্জারি ও রোবোটিক সার্জারি এই দুইয়ের প্রস্তুতি পর্ব কি একই?

ডাঃ সন্তোষ কুমার : সার্জারির আগের ও পরের প্রস্তুতি পর্ব একই রকম হয়ে তাকে। রোগীর শরীর অপারেশন ও অ্যানাস্থেশিয়ার উপযুক্ত কিনা ও শরীরের কোন সংক্রমণ আছে কিনা জানতে সার্জারির আগের কয়েকটি ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ও সামগ্রিক মেডিকেল টেক আপ করা হয়। ডায়াবেটিস, হাইপার টেনশনে বা হার্টের কোন অসুখ থাকলে নিয়ন্ত্রণ করতে হয়। একইভাবে ব্লাড থিনারের মত কয়েকটি ওষুধ বন্ধ করতে হয়। তবে দাঁত, ত্বক বা প্রস্রাবের কোন সংক্রমণ বা অসুখ নি-জয়েন্ট রিপ্লেসমেন্টের পথে বাধা হয়ে দাঁড়ায় না।

প্রশ্ন : সাধারণ সার্জারি বা রোবোটিক সার্জারির খরচ কি একই রকম?

ডাঃ সন্তোষ কুমার : সাধারণ ও রোবোটিক সার্জারির খরচ প্রায় একই রকম বলা যায়। তাছাড়া বর্তমানে জয়েন্ট রিপ্লেসমেন্টের খরচ মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। দুটি একই সাথে পাল্টালে খরচের পরিমাণও কম হয়। তাছাড়া এখন এই অপারেশনে মেডিক্লেমের সুবিধাও পাওয়া যায়। রোবোটিক সার্জারিতেও মেডিক্লেমের অনুমোদন পাওয়া গেছে। তাই অনেক বেশি মাত্রায় উন্নত পরিষেবার সুযোগ নিতে রোবোটিক সার্জারিই করা শ্রেয়।


বিশদে জানতে যোগাযোগ করুন
9831266632/9831911584
e-mail : santdr@gmail.com
Website : mykneemylife.org


Whatsapp : 9831911584
Dr. Santosh Kumar : বেলভিউ ক্লিনিকের অর্থোপেডিক ও রিপ্লেসমেন্ট সার্জন |

You might also like!