
হাওড়া, ৯ নভেম্বর : শনিবার রাত প্রায় দশটা নাগাদ হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত অশ্বত্থতলায় ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আমতা–রানিহাটি রুটে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আহত হন কমপক্ষে ২০ জন বাসযাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝিকিরা–হাওড়া রুটের যাত্রীবাহী বাসটি হাওড়া থেকে ঝিকিরার দিকে যাচ্ছিল। অপরদিকে আমতা থেকে রানিহাটির উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রেলার। অশ্বত্থতলার কাছে পৌঁছনোর সময় হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রেলারের গায়ে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাসটি রাস্তার পাশে খালের দিকে হেলে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে আহতদের আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত দুই গাড়িকেই আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
