দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত ধূমপান, ধূমপায়ীর সাহচর্যে থাকা, পরিবেশ দূষণ ইত্যাদি একাধিক কারণে এখন লাং ক্যান্সারের রুগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। ফুসফুস বিশেষজ্ঞরা লাং ক্যানসারের কয়েকটি লক্ষণের কথা বলেছেন। যেমন -
১। অনেকদিন ধরে থাকা কাশি;
২। কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসা;
৩। শ্বাসকষ্ট;
৪। বুকে ব্যথা;
৫। গলা ঠিক না থাকা;
৬। ওজন কমাতে না চেয়েও কমছে;
৭। হাড়ে যন্ত্রণা;
৮। মাথা ব্যথা ইত্যাদি।
উপরিউক্ত কোনও লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন। কারণ সমস্যা বাড়ার আগেই চিকিৎসা শুরু করলে রোগ নিরাময় সম্ভব। সচেতন থাকুন, সুস্থ থাকুন।