Health

3 days ago

Lung cancer: ফুসফুস ক্যান্সার? কীভাবে বুঝবেন? জেনে নিন কয়েকটি লক্ষণ!

Lung cancer
Lung cancer

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত ধূমপান, ধূমপায়ীর সাহচর্যে থাকা, পরিবেশ দূষণ ইত্যাদি একাধিক কারণে এখন লাং ক্যান্সারের রুগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। ফুসফুস বিশেষজ্ঞরা লাং ক্যানসারের কয়েকটি লক্ষণের কথা বলেছেন। যেমন -

১। অনেকদিন ধরে থাকা কাশি;

২। কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসা;

৩। শ্বাসকষ্ট;

৪। বুকে ব্যথা;

৫। গলা ঠিক না থাকা;

৬। ওজন কমাতে না চেয়েও কমছে;

৭। হাড়ে যন্ত্রণা;

৮। মাথা ব্যথা ইত্যাদি।

উপরিউক্ত কোনও লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন। কারণ সমস্যা বাড়ার আগেই চিকিৎসা শুরু করলে রোগ নিরাময় সম্ভব। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

You might also like!