Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Health

1 year ago

Thyroid Symptoms: অনিয়মিত পিরিয়ড! সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই রোগ, কিভাবে জানবেন?

Thyroid Symptoms (Symbolic Picture)
Thyroid Symptoms (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্লাড সুগার, প্রেশারের মতোই সর্বনাশী এই সমস্যাও। ছেলেদের থেকে মেয়েদের শরীরে বেশি তাণ্ডব তৈরি করে এটি। এক হরমোনের হিসাব নিকাশে গোলমাল হলেই বারোটা বাজে গোটা শরীর বাবাজির। শুরুতেই ব্যবস্থা না নিলে থাইরয়েডে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষত মেয়েদের ক্ষেত্রে। তাই উপসর্গ জেনে সময় থাকতেই সতর্ক হন।

থাইরয়েড সমস্যা কী?

শ্বাসনালীর সামনে থাকা প্রজাপতি আকারের গ্রন্থিই হল থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি থেকেই থাইরয়েড হরমোনের ক্ষরণ হয়। শরীরে বিপাকের মতো একাধিক ক্রিয়ায় রয়েছে এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা। কোনও কারণে এই হিসাবে গন্ডগোল হলেই একের পর এক সমস্যা লেজুড় হয়ে এসে জোটে নারীদেহে। অবস্থা এমন হয় যে চিন্তায় মাথায় ঘুম ওড়ার জোগাড় হয়। বিশ্বের ১২ শতাংশ মানুষই এই রোগে আক্রান্ত।

অনিয়মিত ঋতুচক্র

মহিলাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের গণ্ডগোলের প্রভাব সবথেকে বেশি পড়ে ঋতুচক্র। কখনও বেশি কখনও কম ঋতুস্রাবের সমস্যা ছাড়াও পিরিয়ডের হিসাব একেবারে ঘেঁটে ঘ হয়ে যায়।

ওজন মিটারে চমক!

আচমকা কোনও কারণ ছাড়া অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে হালকাভাবে নেবেন না। বিশেষজ্ঞদের মতে, থাইরয়েডের অন্যতম উপসর্গ হতে পারে এটি। শরীরে বিপাক মাত্রা ঠিক রাখার জন্য দায়ী এই হরমোন। ফলে এর মাত্রা বাড়লে বা কমলে সেভাবে ক্যালরি খরচ হয় না ফলে ওজনে ছাপ পড়তে বাধ্য।

হুড়হুড়িয়ে ফাঁকা হতে থাকে মাথা

থাইরয়েডের সমস্যা থাবা বসায় মহিলাদের প্রাণাধিক প্রিয় চুলেও। এই হরমোনের জেরে হুড়হুড়িয়ে মুঠো মুঠো চুল উঠতে থাকে। থাইরয়েড হরমোনের তারতম্যে গোড়া থেকে দুর্বল হয়ে যায় চুল।

মানসিক অশান্তি

থাইরয়েডের তারতম্যে সারাদিন ক্লান্তি, অবসন্নতা একেবারে নাজেহাল করে দেয় মহিলাদের। একইসঙ্গে সবসময় মনমেজাজ খিটখিটে হয়ে থাকে। অবসাদের কবলে পড়েন অনেকে। কোনও কাজে ভালোভাবে মন দিতে পারা যায় না। সবথেকে ক্ষতি করে অনিদ্রা বা ঘুম কমে যাওয়ার সমস্যা, যা শরীরে আরও সমস্যার পথ প্রশস্ত করে। ফলে বিষয়টি একদমই এড়িয়ে যাওয়া উচিত নয়।

সহজেই ঠান্ডা লাগা

কিছুতেই সর্দি কাশির পিছু না ছাড়ার পিছনে খলনায়ক হতে পারে থাইরয়েডও। এই হরমোনের তারতম্যে প্রাপ্তবয়স্কদের সহজেই ঠান্ডা লেগে যায়। অল্পেতেই শীতকাতুরে হয়ে পড়েন মহিলারাও। ফলে এমন উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে দরকারি পরীক্ষা করান।

You might also like!