Health

1 week ago

Health Insurance : স্বাস্থ্যবিমা কিনতে পারবেন ৬৫ বছর ঊর্ধ্বরাও, জটিল রোগগুলিতে মিলবে হেলথ কভারেজ

Health Insurance
Health Insurance

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্বাস্থ্যবিমার ক্ষেত্রে নিয়মে বড় পরিবর্তন । এবার থেকে স্বাস্থ্যবিমা কেনার ক্ষেত্রে আর বয়সের বাধা থাকছে না । অর্থাৎ, আগে ৬৫ বছর বয়স পর্যন্ত স্বাস্থ্য বিমা পাওয়া যেত । তবে এবার থেকে সেই নিয়ম আর থাকছে না । ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্বেও করানো যাবে স্বাস্থ্যবিমা । ১ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে ।

বিমার ক্ষেত্রে আরও দু'টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেমন স্বাস্থ্যবিমার ওয়েটিং পিরিয়ড ৪৮ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করা হয়েছে । অর্থাৎ বিমা করানোর তিন বছর পর থেকেই চিকিৎসায় বিমা কভারেজ পাওয়া যাবে । এছাড়া, ক্যানসার, হার্ট অ্যাটাক জাতীয় জটিল রোগের ক্ষেত্রে বিমা করতে অস্বীকার করা যাবে না । এর আগে জটিল রোগের ক্ষেত্রে বিমা কভারেজ পাওয়া যেত না ।

IRDAI জানিয়েছে, বয়স্কদের বিমার আওতায় আনতে ও দেশের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিকাঠামোয় আরও সংযুক্ত করতেই স্বাস্থ্য বিমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে ।

You might also like!