Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

Health :রক্ত থেকে হৃদযন্ত্র, ভালো রাখবে এই ৩ নিত্য ব্যবহৃত মশলা

health4
health4

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খাবার দাবারের ক্ষেত্রে নানান ধরনের কথাবার্তা শোনা যায়। কেউ বলেন খাবারে যতটা কম মশলা খাওয়া যায় ততই ভালো। কেউ বলেন তেল কম খান, মশলায় ক্ষতি নেই। তর্ক তর্কের জায়গায় থাকুক। আমরা শুধু আমাদের নিত্য ব্যবহৃত মশলাগুলির গুণাগুণ জেনে নিই।

আাদা

রক্তের অনুচক্রিকা এবং হৃদযন্ত্রের কাজ ঠিক রাখতে আদা দারুণ কার্যকর। আদা হজমশক্তি বাড়ায়।

দেহের কোথাও ক্ষতস্থান থাকলে তা দ্রুত শুকোতে সাহায্য করে আদা। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, যা যে কোনো কাটাছেঁড়া, ক্ষতস্থান দ্রুত ভালো করে। পেশি ব্যথায় আদা কার্যকর।

আদা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিস জনিত কিডনির জটিলতা দূর করে আদা।

প্রতিদিন মাত্র ২ গ্রাম আদার গুঁড়ো ১২ সপ্তাহ ধরে খেলে ডায়াবেটিসের ঝুঁকি ১০ ভাগ কমে।

আদার মধ্যে রয়েছে ক্যানসার প্রতিরোধক উপাদান। এটি কোলনের ক্যানসার কোষ ধ্বংস করতে সাহায্য করে। ওভারির ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আদা।

আদার মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও বায়োঅ্যাকটিভ উপাদান মস্তিষ্কের অকালবার্ধক্য কমাতে সাহায্য করে। এতে স্মৃতিশক্তি বাড়ে।

আদা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাশয়, জন্ডিস, পেট ফাঁপা রোধে আদা চিবিয়ে বা রস করে খেলে উপকার পাওয়া যায়।

ঠান্ডায় আদা ভীষণ উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ-জীবাণুকে ধ্বংস করে।

রসুন

খালি পেটে রসুন অ্যান্টিবায়োটিক-এর মত কাজ করে।

খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় ঠিকভাবে নিজের কাজ করে। রসুন হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। রসুন স্ট্রেস দূর করতেও সক্ষম।

অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রসুন প্যারাসাইট, কৃমি , ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সার-এর মত বড়ো বড়ো রোগ প্রতিরোধে উপকারী।

আপনি যদি প্রতিদিন সকালে টিফিন শেষে এক কোয়া রসুন গিলে ফেলেন, তাহলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঋতু পরিবর্তনের সময় স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

২/৩ টি রসুনের কোয়া কুচি করে সামান্য ঘিয়ে ভেজে নিন। এটি সবজির সঙ্গে কিংবা এমনি খাওয়ার অভ্যাস করুন। এতে হজমের নানা সমস্যা থেকে দূরে থাকবেন এবং কোস্টকাঠিন্যের সমস্যা সমাধান হবে।

হৃদপিন্ডের সুস্থতায় রসুন উপকারী। রসুন কোলেস্টরল কমাতে খুবই সহায়ক।

কোলন ক্যান্সার প্রতিরোধ করে থাকে এই রসুন।গলব্লাডার ক্যান্সার হওয়া থেকেও মুক্ত রাখে। মেয়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। এমনকি রেক্টাম ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।

রসুন পেটের কৃমি নিরাময়ে উপকারী।

সুতরাং রসুন দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে।

হলুদ

ত্বকের বিভিন্ন সমস্যায় হলুদ উপকারী

এলার্জি জাতীয় অসুখে হলুদ উপকারী

পেটের সংক্রমণ দমনে হলুদ খুবই কার্যকর।

কৃমি সারাতে কার্যকর

গ্যাস-অম্বল থেকে মুক্তি পেতে সাহায্য করে কাঁচা হলুদ।

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কাঁচা হলুদ। নিয়মিত কাঁচা হলুদ খেলে অ্যালঝাইমার্স, ডিমেনশিয়া সহ মস্তিষ্কের বেশ কিছু সমস্যার সমাধান হয়।

এমনকি ক্যানসার নিরোধক হিসেবেও কাজ করে কাঁচা হলুদ।

কাঁচা হলুদ হার্ট ভালো রাখতে সাহায্য করে । ফলে নিয়মিত কাঁচা হলুদ খেলে হার্টের সমস্যা আপনার কাছে ঘেঁষতে পারবে না।

নিয়মিত কাঁচা হলুদ খেলে আর্থারাইটিসের সমস্যা অনেকাংশেই ভালো হয়ে যায়।

স্তন ক্যান্সার প্রতিরোধকারী ও অন্ত্রের ক্যান্সার নিরাময়কারী।

শিশুদের লিউকিমিয়ার ঝুঁকি কমিয়ে দেয়।

চর্বি বিপাকে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করে।

মানসিক অবসাদ রোধ করতে ব্যবহৃত অ্যান্টি ডিপ্রেস্যান্টের কাজও করে ।

হলুদের অন্য এক উপাদান ‘পলিফেনল’ চোখের অসুখ ‘ক্রনিক অ্যান্টিরিয়ার ইউভেইটিস’ সারাতে কর্টিকোস্টেরয়ডের কাজ করে।

You might also like!