Health

1 year ago

Benefits of Black Coffee : মন দিন ব্ল্যাক কফিতে, দূরে যাবে বহু ঘাতক রোগ

Black Coffee Benefits
Black Coffee Benefits

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত  পড়লে চা কফি খাবার ঝোঁক টা একটু বেশীই বাড়ে, তবে শীতে সকলেই দুধ চিনি দিয়ে  কড়া করে বানানো কফিই পছন্দ করেন। তবে এই কফির থেকে ও ব্ল্যাক কফির স্বাস্থ্য গুন কিন্তু অনেক বেশী। তাই যদি আপনি কফি লাভার হন এবং স্বাস্থ্যসম্মত ভাবে যদি কফিকে আপনার দৈনন্দিন ডায়েটে রখতে চান সেক্ষেত্রে চিনি ও দুধ ব্যাতিরেকে শুধু মাত্র ব্ল্যাক কফিতে মনোনিবেশ করুন, এর দ্বারা বহু কঠিন রোগ থেকে দূরে রাখতে পারবেন নিজেকে। 

ক্যান্সারের আশঙ্কা কমায় 

ক্যান্সারের প্রবনতা এখন বেশ ঊর্দ্ধমুখী, সেক্ষেত্রে ব্ল্যাক কফি এর প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে বলে মত গবেষকদের। গবেষক মহলের মত ব্ল্যাক কফি ওরাল ক্যানসার, প্রস্টেট ক্যানসার, লিভার ক্যানসার, কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধ করতে পারে ।  

ডায়াবিটিসে ব্ল্যাক কফি ভালো

দিন প্রতিদিন টাইপ টু ডায়াবিটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমত পরিস্থিতিতে শর্করা ব্যতিত খাবার খেতে হয় আক্রান্তদের। সেক্ষেত্রে গবেষণায় দেখা গিয়েছে যে ব্ল্যাক কফি কিন্তু শরীর সুস্থ রাখার পাশাপাশি ডায়াবিটিস ও প্রতিরোধ করে। 

ওজন কমায়

ওবিসিটি এখন একটি কমন রোগ, এর থেকে আরো বিভিন্ন রোগের আস্তানা তৈরী হয় মানব দেহে , সে কারনে ওজন কে নিয়ন্ত্রনে রাখা খুবই জরুরি। এক্ষেত্রে ওজন কমাতে সাহায্য করতে পারে ব্ল্যাক কফি।  

ডিপ্রেসান কম করে 

এখন প্রচুর মানুষ ডিপ্রেশনে ভুগে থাকেন। অবসাদ কমাতে বিবিধ পন্থার প্রয়োগ করে থাকি আমরা। এমন পরিস্থিতিতে অবসাদ কমিয়ে মানুষের মন ভালো করে দিতে পারে ব্ল্যাক কফি। তবে সেক্ষেত্রে দিনে ২ কাপের বেশী কিন্তু না নেওয়াই ভাল। 


You might also like!