Health

10 months ago

Avoid these foods After Mutton: খাসির মাংস খাচ্ছেন ভালো কথা, কিন্তু খাওয়ার পর ভুলেও খাবেন না এই খাবারগুলি তাহলে ঘটবে বিপত্তি

Mutton Recipe (Symbolic Picture)
Mutton Recipe (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ    খাসির মাংস খেতে পছন্দ কে না করে। বিশেষ করে বাঙালির রান্নাঘরে রবিবারে মটন ছাড়া চলে না। ভুঁড়িভোজে মটনকে অনেকেই প্রথমে রাখবেন তবে মটন খাবার পরে ভুলেও খাবেননা এই খাবারগুলি  নাহলে ঘটতে পারে চরম বিপত্তি। 

চট করে দেখে নিন, মটন খাওয়ার পর কি কি খাবার খাবেন না?   

মধু

খাসির মাংস খেলে এমনিতেই শরীরে তাপ উৎপন্ন হয়৷ অন্যদিকে মধুও শরীরকে গরম করে দেয়। তাই খাসির মাংস খাওয়ার পর মধু খাওয়া উচিত নয়। এতে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যা থেকে দেহের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ।

দুধ

খাসির মাংস হজম হতে একটু বেশি সময় লাগে। তাই খাসির মাংস খাওয়ার পরেই দুধ খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে । সেই সঙ্গে লেজুড় হতে পারে আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। তাই তো খাসির মাংস খাওয়ার পরে দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলাই উচিত। 

গরম চা

খাসির মাংস খেলে শরীরে তাপ উৎপন্ন হয়ই, তার সাথে যদি গরম চা খেলে বদহজম এবং পেট জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে।


You might also like!