Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

Health : প্রবল স্থূলতায় আক্রান্ত বিশ্ব - ২০৩৫ এর মধ্যে ভয়াবহ ছবি

Obicity
Obicity

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সমস্ত বিশ্বের একটি অন্যতম জ্বলন্ত সমস্যা স্থূলতা। মানুষ ক্রমাগত মোটা হয়ে যাচ্ছে। এর নানা কারণ রয়েছে। এর পরিনামও ভয়ঙ্কর। এই নিয়ে বিস্তর গবেষণা চলছে। 'ওয়ার্ল্ড অবিসিটি ফেডারেশন'  একটি তথ্য প্রকাশ করেছে। সেই তথ্যে দেখা যাচ্ছে ২০৩৫ সাল নাগাদ বিশ্বে স্থূলতার কারণে প্রতিবছর ৪ হাজার বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত ব্যয় হবে। যথাযথ পদক্ষেপ না নিলে সামনের এক যুগে বিশ্বের অর্ধেক মানুষ মুটিয়ে যাওয়ার সমস্যায় পড়বে। অর্থাৎ তাদের ওজন হবে উচ্চতা অনুযায়ী স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। এর পরিণাম যে ভয়ঙ্কর হতে চলেছে তা জানতেও তারা ভোলে নি। এর ফলে হৃদরোগ কয়েকগুণ বেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন।

ফেডারেশন দীর্ঘদিন ধরেই সারা বিশ্বজুড়ে এই গবেষণা করে চলেছে। তাদের আশঙ্কা ২০৩৫ সালের মধ্যে বিশ্বের চারশ’ কোটি মানুষ অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগবে। সবচেয়ে দ্রুত এ সমস্যা বৃদ্ধি পাবে শিশুদের মধ্যে। আফ্রিকা ও এশিয়ার নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সবচেয়ে বেশি এ সমস্যা বাড়ার আভাস দেওয়া হয়েছে ফেডারেশনের এক প্রতিবেদনে। অতিরিক্ত ওজনের কারণে আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে সেখানে বলা হয়েছে, ২০৩৫ সাল নাগাদ বিশ্বে স্থূলতার কারণে প্রতি বছর ৪ হাজার বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত খরচ হবে। এই নিয়ে তারা সমস্ত দেশের সরকারকে সতর্ক করেছে। 

 প্রতিবেদনে বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যাপক বাউর বলেন, বিশ্বের জনসংখ্যার স্থূলতার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। এর পেছনে মূল কারণগুলো পর্যালোচনা করে তরুণদের স্বাস্থ্য ঝুঁকি এবং সামাজিক ও অর্থনৈতিক খরচ এড়াতে বিশ্বব্যাপী সরকার এবং নীতি নির্ধারকদের যথাসাধ্য সবকিছু করতে হবে।বিশ্বের নিম্নআয়ের দেশগুলোতে স্থূলতার প্রভাব তুলে ধরা হয়েছে ওবিসিটি ফেডারেশনের প্রতিবেদনে। বিশ্বে সব থেকে বেশি শারীরিক স্থুলতার ঝুঁকিতে থাকা ১০টি দেশের মধ্যে নয়টি দেশই নিম্ন ও মধ্যম আয়ের, সবগুলোই হয় এশিয়ার, না হয় আফ্রিকা মহাদেশের। তাই চিন্তিত চিকিৎসক মহল। জাতি সঙ্ঘের কাছে এই প্রতিবেদন ওই সংস্থা তুলে দেয়।

You might also like!