Health

1 year ago

Lifestyle Story: অস্বাভাবিকভাবে বাড়ছে শিশুদের মস্তিষ্কের বয়স, কারণ?

Abnormally increasing children's brain age, because?
Abnormally increasing children's brain age, because?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে কোভিড অতিমারির কারণে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। Covid-19 এর সময়ের চাপ কিশোর-কিশোরীদের মস্তিষ্ককে শারীরিকভাবে বয়স্ক করে তুলেছে। বায়োলজিক্যাল সাইকিয়্যাট্রি: গ্লোবাল ওপেন সায়েন্স শীর্ষক জার্নালের প্রথম লেখক ইয়ান গোটলিব বলছেন, “ইতিমধ্যেই আমরা একাধিক গবেষণা থেকে জেনেছি, কোভিড অতিমারি যুবকদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছে। কিন্তু আমাদের কোনও ধারণা ছিল না যে, অতিমারি তাদের মস্তিষ্কের উপর শারীরিক ভাবে কোনও প্রভাব ফেলেছে কি না।”

২০২০ সালে স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দাবি করা হয়েছিল, ২০১৯ সালের তুলনায় সে বছর প্রাপ্তবয়স্কদের মধ্যে দুশ্চিন্তা এবং বিষণ্ণতার পরিমাণ অন্তত ২৫% বেড়ে গিয়েছিল। বিজ্ঞানীদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের গঠনে পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে এবং কিশোর বয়সে বাচ্চাদের দেহ হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা উভয় ক্ষেত্রেই বৃদ্ধির অভিজ্ঞতা লাভ করে। মস্তিষ্কের এই অংশগুলিই নির্দিষ্ট কিছু স্মৃতির অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে এবং আবেগকে সংশোধন করতেও সাহায্য করে। গবেষণাপত্রের লেখক বলছেন, হিংসা, পরিবারের লোকজনের থেকে অবহেলার মতো একাধিক কারণ থেকে দীর্ঘস্থায়ী প্রতিকূলতার সম্মুখীন হওয়া শিশুদের মস্তিষ্কে এই ধরনের পরিবর্তন দেখা যেত, তা কোভিডের সময় লক্ষ্য করা গিয়েছিল অনেকের মধ্যেই।

You might also like!