Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

B C Roy Hospital : ৪ শিশুর মৃত্যু বি সি রায় হাসপাতালে

4 children died in BC Roy Hospital
4 children died in BC Roy Hospital

 

কলকাতা, ১৩ মার্চ  : ফের শিশুমৃত্যুর খবর এল বিসি রায় হাসপাতাল থেকে। রবিবার রাত্রি ৮টা থেকে সোমবার ভোর পর্যন্ত মোট চারজন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। তবে প্রতিটি শিশু মৃত্যুই অ্যাডিনো ভাইরাসের কারণে হয়েছে এমন নিশ্চিত নয়।

রাজ্যে জ্বর-শ্বাসকষ্টে একের পর এক শিশুর মৃত্যু। দিশেহারা পরিবার। কোলে এক রত্তিকে নিয়ে চোখে জল ও বুক ফাটা হাহাকার পরিবারগুলির। বি সি রায় শিশু হাসপাতাল কিংবা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্ত্বরে পা রাখলেই হয় এই ছবি নয়ত আতঙ্কের ছবি ধরা পড়ছে।

হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাত্রি আটটা নাগাদ মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা মারিয়া মণ্ডলের। শিশুটির বয়স পাঁচ মাস। জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে এই শিশুর মৃত্যু হয়। অপরদিকে, রাত্রি ১১টা নাগাদ আরও এক শিশুর মৃত্যু হয়। সে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। এই বাচ্চাটিরও জ্বর-শ্বাসকষ্টের সমস্যা ছিল। এরপর রাত্রি ১টা নাগাদ খবর আসে হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। পরে আরও এক শিশুর মৃত্যুর খবর জানা গিয়েছে।

You might also like!