দুবাই, ১৩ ফেব্রুয়ারি : আগামী রবিবার শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ফাইনালে হেরে গেছে ভারত। আইসিসি যে সেরা একাদশ সোমবার রাতে ঘোষণা করেছে। সেখানে ভারত থেকে ৪ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে রয়েছেন ৩ জন। আইসিসির প্রতিনিধি, সম্প্রচারকারী দল এবং সংবাদমাধ্যম মিলে এই সেরা একাদশ বেছে নিয়েছে।
সেরা একাদশ : লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), হ্যারি ডিক্সন (অস্ট্রেলিয়া), মুশির খান(ভারত), হিউ ওয়েবগেন (অস্ট্রেলিয়া, অধিনায়ক), উদয় সাহারান, সচিন ধাস(ভারত),নাথান এডওয়ার্ড (ওয়েস্ট ইন্ডিজ়), ক্যালাম ভিডলার (অস্ট্রেলিয়া), উবেদ শাহ (পাকিস্তান), কোয়েনা মাফাকা (দক্ষিণ আফ্রিকা), সাউমি পাণ্ডে(ভারত) এবং জেমি ডাঙ্ক (স্কটল্যান্ড)।