Game

3 weeks ago

Champions league psg: চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পিএসজি কোচ ফুটবলারদের চাপমুক্ত রাখতে চান

Champions league psg
Champions league psg

 

প্যারিস, ১০ এপ্রিল: ঘরের মাঠে বুধবার রাতে বার্সেলোনা খেলবে পিএসজির সঙ্গে। প্রথম লেগের লড়াই শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়।

চ্যাম্পিয়নশিপ শিরোপা এখনো অধরা পিএসজির। সবশেষ পিএসজি সেমি-ফাইনালে যেতে পেরেছিল ২০২১ সালে। এবার চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলে ট্রেবল জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখবে দলটি। লিগ ওয়ানে ১০ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা ধরে রাখার পথে আছে তারা। তাছাড়া জায়গা করে নিয়েছে ফরাসি কাপের ফাইনালে।

আজ বার্সার বিপক্ষে চাপ জয় করতে এনরিকের মন্ত্র উচ্চাকাঙ্ক্ষা। এনরিকে তাই বলছেন, 'আশা করি, চাপকে জয় করতে পারবে আমাদের উচ্চাকাঙ্ক্ষা। এখন আমরা চাপ অনুভূব করছি না। খেলার জন্য আমরা খুবই রোমাঞ্চিত এবং আমরা পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করছি।”


You might also like!