kolkata

3 weeks ago

West Bengal SSC Recruitment Case:শুধু এক জনের চাকরি টিকে গেল,তালিকা থেকে বাদ শুধু সেই সোমা

সোমা দাস
সোমা দাস

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এসএসসি মামলায় সোমবার রায় দিল কলকাতা হাই কোর্ট। চাকরি গেল প্রায় ২৬ হাজার ব্যক্তির। আদালত জানায়, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সব প্রার্থীর নিয়োগ বাতিল। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনও চাকরির বৈধতা নেই। কিন্তু এই প্যানেলে চাকরি পাওয়া একমাত্র সোমা দাসের চাকরি থেকে গেল। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, ‘মানবিক কারণ’-এই সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না।

ক্যানসারে আক্রান্ত সোমা। তাঁকে চাকরি দেওয়ার ব্যাপারে সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময়ে সোমার সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শিক্ষকতা করা ছাড়া সোমা অন্য কোনও সরকারি চাকরিতে আগ্রহী কিনা তা জানতে চেয়েছিলেন তিনি। সোমা অবশ্য জানিয়েছিলেন, তিনি শিক্ষকতাই করতে চান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সুপারিশের ভিত্তিতেই সোমাকে চাকরি দিয়েছিল সরকার। 

চাকরি পাওয়ার পরও চাকরিপ্রার্থীদের সঙ্গে সহমর্মিতা জানাতে সোমা ধর্নামঞ্চে শামিল হয়েছিলেন। সোমবার যখন আদালত এসএসসি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করল, তখন সোমা তাঁর চাকরিতেই বহাল থাকলেন।  

কঠিন রোগের সঙ্গে লড়াই করার পাশাপাশি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধেও ক্রমাগত লড়াই চালিয়েছেন সোমা। তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, ন্যায্য চাকরিপ্রার্থীরা নিয়োগ না পাওয়া পর্যন্ত তিনি গান্ধীমূর্তির তলায় বসে থাকবেন। মেধাতালিকায় থাকা শেষ নামটি চাকরি না পাওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের পর হয়তো ভীষণ খুশি হবেন সোমা।


You might also like!